TV3 BANGLA
বাংলাদেশসিলেট

যৌথ বাহিনীর অভিযানে লুটের পাথর উদ্ধার, ফেলা হচ্ছে স্পটে

সিলেটে যৌথবাহিনীর রাতভর অভিযানে লুট হওয়া পাথর জব্দ করে সাদাপাথর এলাকাসহ ধলাই নদীর বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে। এ ছাড়াও লুট হওয়া পাথর পরিবহনে ব্যবহৃত বেশ কয়েকটি ট্রাক আটক করে পাথর জব্দ করেছে প্রশাসন।

বুধবার (১৩ আগস্ট) রাত ১২টার পর থেকে নগরী ও কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার লুটের পাথর উদ্ধার ও তা সাদাপাথর এলাকায় ফেলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার রাতে ৬ সদস্যদের একটি দল যৌথবাহিনীর সহায়তায় বিভিন্ন স্থান থেকে প্রায় ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করে পর্যটনকেন্দ্র সাদাপাথরসহ ধলাই নদীর বিভিন্ন স্থানে ফেলা হয়েছে।

তিনি জানান, জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আজ বৃহস্পতিবার অভিযান চলবে।

যৌথবাহিনী মোতায়েন করে লুটের পাথর উদ্ধার করার বিষয়টি বুধবার রাতে জেলা প্রশাসনের বিশেষ জরুরি সভায় সিদ্ধান্ত হয়। এ ছাড়াও সভায় সাদাপাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথবাহিনী দায়িত্ব পালন করার সিদ্ধান্ত মোতাবেক সেখানে যৌথ বাহিনীর টহল রয়েছে।

সিলেট-ভোলাগঞ্জ সড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম।

তিনি বলেন, লুটের পাথর উদ্ধার প্রক্রিয়ায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনার জন্য চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে।

সূত্রঃ খবরের কাগজ

এম.কে
১৪ আগস্ট ২০২৫

আরো পড়ুন

আকর্ষণীয় বেতনে ১০ হাজার বাংলাদেশী কর্মী নেবে মালদ্বীপ

ভারতের হস্তক্ষেপের অবসান চেয়ে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার ৫ নাগরিকের বিবৃতি

ভিডিওতে সেনাসদস্যের হাতে ল্যাপটপ, বিস্তারিত জানাল আইএসপিআর