4 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

রাজকীয় দায়িত্বে ফিরলেন রানি

রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেনের সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনের আসীন রাজ পরিবারের সদস্য। তিনি সিংহাসনে আছেন ৬৯ বছর ধরে। রানির পার্শ্ব-সহচর ও একান্ত সমর্থক প্রিন্স ফিলিপ বা ডিউক অফ এডিনবারা ৭৩ বছর ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী।

 

ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ শুক্রবার (৯ এপ্রিল) সকালে ৯৯ বছর বয়সে উইন্ডসর ক্যাসলে মৃত্যুবরন করেন।

 

প্রিন্স ফিলিপের মৃত্যুর চার দিন পরে মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে  রানি আবার রাজকীয় কাজে ফিরে এসেছেন বলে জানা গেছে।

 

 

সূত্র: স্কাই নিউজ
১৪ এপ্রিল ২০২১
এসএফ

আরো পড়ুন

ইংল্যান্ড সমর্থকদের হেনস্থার শিকার ড্যানিশরা

অনলাইন ডেস্ক

ব্রিটেনে অবরুদ্ধ মিয়ানমারের রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

হজ করতে সাইকেল চড়ে প্যারিস হতে মক্কায়