TV3 BANGLA
বাংলাদেশ

রাজধানীতে গোডাউনে আগুন

রাজধানীর পুরান ঢাকার নবাবপুরে একটি মার্কেটের ডিসেন্ট বেকারির পাশে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার রাতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ১০টা ৮মিনিটে আগুন লাগার সংবাদ আসে নিয়ন্ত্রণ কক্ষে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল ১০টা ২০ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একে একে ১৪টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর জানা যায়নি।

আরো পড়ুন

ওমান-বাংলাদেশ ভিসার জট খুলতে মাস্কাটে শীর্ষ বৈঠক!

বিদ্যুতের লোড বরাদ্দে এনএলডিসির বৈষম্যের শিকার সিলেট

এবার ছাত্রলীগের সাথে ইসকনের দ্বন্দ্ব, মন্দির ভাঙচুর ও ৩ ছাত্রলীগ নেতা আটক;