11.2 C
London
October 25, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

“রাজনীতির ধরন বদলাতে হবে”—লেবার পার্টিকে সতর্ক করলেন লুসি পাওয়েল

লেবার পার্টির সাবেক ক্যাবিনেট সদস্য লুসি পাওয়েল দলে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে বলেছেন। কিয়ার স্টারমারের নেতৃত্বে সরকারের অংশ হিসেবে কাজ করার সুযোগ থাকলেও, তিনি জানিয়েছেন যে ভবিষ্যতে আর কোনো সরকারি পদে ফিরবেন না—যাতে তিনি দলের দিকনির্দেশনা নিয়ে স্বাধীনভাবে কথা বলতে পারেন।

গত সেপ্টেম্বর মাসে মন্ত্রিসভা থেকে বরখাস্ত হওয়ার পর থেকে পাওয়েল পার্টির নীতিগত অবস্থান ও জনসম্পৃক্ততা নিয়ে খোলামেলা বক্তব্য রাখছেন। তিনি বলেন, “আমি কিয়ার এবং আমাদের সরকারকে সফল হতে সাহায্য করতে চাই, কিন্তু আমাদের অবশ্যই কাজের ধরন বদলাতে হবে যাতে পরিস্থিতি ঘুরে দাঁড়ায়।”

এই সপ্তাহে সমর্থকদের উদ্দেশে পাঠানো এক বার্তায় পাওয়েল বলেন, লেবার পার্টিকে এখন “নিজেদের আন্দোলন, জনগণ ও কর্মক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে হবে।” তিনি আরও যোগ করেন, “আমাদের হতে হবে নীতিনিষ্ঠ, কৌশলগত, মূল্যবোধে দৃঢ় এবং কম কৌশলী।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পাওয়েলের এই মন্তব্য স্টারমারের নেতৃত্বে দলের ভেতরে চলমান অসন্তোষের প্রতিফলন। অনেকেই মনে করেন, তার এই খোলামেলা অবস্থান লেবার পার্টির ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

ব্রিটেনের ওয়াটফোর্ডে মুসলিম কবরস্থানে ৮৫টি কবর ভাঙচুর, তদন্তে পুলিশ

যুক্তরাজ্যে পাঁচ বছরে বন্ধ হওয়া বেশির ভাগ ফার্মেসিই দরিদ্র এলাকায়

নিউজ ডেস্ক

বিষাক্ত বাতাসে ব্রিটেন, সপ্তাহে ৫০০ জনের মৃত্যু