4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

রাতের বেলা বাচ্চাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছেঃ মোস্তফা সরয়ার ফারুকী

দেশের বরেণ্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নির্মাণের পাশাপাশি বরাবরই সমসাময়িক নানা বিষয় নিয়ে সরব থাকতে দেখা যায় তাকে। চলমান কোটা আন্দোলনেও এর ব্যতিক্রম হয়নি। কারফিউ ও গণগ্রেপ্তার নিয়ে মুখর ছিলেন তিনি। একের পর ফেসবুক পোস্ট দিয়ে জানাচ্ছেন প্রতিবাদ।

তারই ধারাবাহিকতায় এবার সংগীতশিল্পী অর্ণবের আঁকা দুটি ছবি শেয়ার করে ফারুকী লিখেছেন, ‘মানুষের ক্ষোভের ভাষা পাঠ করেন। গায়ক-শিল্পী অর্ণবের আঁকা এই দুইটা ছবি আর সঙ্গে কোলাজ সেই ক্ষোভেরই একটা ছোট উদাহরণ। এ রকম আরো বহু মানুষকে দেখেছি, যারা বিএনপি করে না, অনেকে আছে কোনো দলই করে না, কেউ কেউ ট্র্যাডিশনালি সফট টু আওয়ামী লীগ, সবাই প্রচণ্ড ক্ষুব্ধ। মনে রাখবেন, অরুন্ধতী রায়ের কথাটা, মানুষের মনের ভেতরের ক্ষোভ আর ঘৃণার চেয়ে বিধ্বংসী কোনো মারণাস্ত্র নাই।’

তিনি আরও লিখেছেন, ‘কোথায় ছাত্র-কিশোর-শিশু হত্যাকারীদের বিচার দেখার কথা, সেখানে আমাদের প্রতিদিন ঘুম থেকে উঠে শুনতে হচ্ছে, উদ্ভট সব কাহিনি! এসব আজব শাক  দিয়ে কি লাশের মিছিল ঢাকা যাবে? গেছে কোনো কালে? সারা দুনিয়ার মিডিয়া কী বলছে দেখেন। এমনকি পাশের দেশ ভারতে কী বলা হচ্ছে সেটাও দেখেন।’

বর্তমান সময়ের পুলিশের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন এই পরিচালক। বলেন, ‘এখন শুনছি লুঙ্গি খুলে ধর্ম চেক করার মতো ছেলে-মেয়েদের মোবাইল চেক করা হচ্ছে রাস্তাঘাটে! রাতের বেলা বাচ্চাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে! এটা কি কোনো অধিকৃত ভূমি? নাকি স্বাধীন দেশ? কয় প্রজন্মের মন বিষিয়ে তুলছেন এটা কি বুঝতে পারছেন? মানুষ কখন টিপিং পয়েন্টে পৌঁছে যায় জানেন তো?’

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
২৮ জুলাই ২০২৪

আরো পড়ুন

গভর্নর হচ্ছেন আহসান এইচ মনসুর

আওয়ামীলীগ জোট সরকারের সহযোগী হাসানুল হক ইনু আটক

হরতালে উত্তপ্ত সিলেট, পুলিশের ৫ সদস্য আহত