TV3 BANGLA
বাংলাদেশ

রাতের ভোটের পুরস্কারঃ শেখ হাসিনার দেয়া ১২ ফ্ল্যাট নিয়ে দুদকের অনুসন্ধান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার ফ্ল্যাট কেলেঙ্কারিতে আলোচনায় এসেছেন দেশের অন্তত ১২ জন সাবেক সচিব ও বিচারক। অভিযোগ রয়েছে, ২০১৮ সালের বহুল সমালোচিত ‘রাতের ভোটে’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পুরস্কারস্বরূপ তারা ধানমণ্ডির অভিজাত এলাকায় বিলাসবহুল ফ্ল্যাট পান। প্রতিটি ফ্ল্যাটের আয়তন দুই হাজার থেকে সাড়ে চার হাজার বর্গফুটের মধ্যে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) জানায়, চলতি বছরের জুলাই থেকে এই ফ্ল্যাট কেলেঙ্কারি নিয়ে অনুসন্ধান শুরু হয়। এর মধ্যেই সংস্থাটির একটি বিশেষ টিম প্রাথমিক তদন্তে বরাদ্দে অনিয়মের সত্যতা পায়। পরবর্তীতে আরও গভীর অনুসন্ধানের অংশ হিসেবে তলব করা হয়েছে সাবেক সচিব, বিচারক ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের।

তদন্তে উঠে এসেছে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ‘গৃহায়ন ধানমণ্ডি (১ম পর্যায়)’ প্রকল্পের আওতায় নীতিমালা ভেঙে এসব ফ্ল্যাট বরাদ্দ দেয়া হয়। ধানমণ্ডির ১৩ নম্বর সড়কে নির্মিত ১৪ তলা ভবনের মোট ১৮ ফ্ল্যাটের মধ্যে ১২টি সরকারি কর্মকর্তাদের নামে বরাদ্দ করা হয়েছিল। সরকারি খাস জমিতে নির্মিত এই ভবনে দুটি ডুপ্লেক্সসহ বিলাসবহুল গাড়ি পার্কিং ব্যবস্থা রয়েছে।

বরাদ্দ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন দুদকের সাবেক কমিশনার অবসরপ্রাপ্ত বিচারক মো. জহুরুল হক (৪১০৫ বর্গফুট), সাবেক কমিশনার মোজাম্মেল হক খান (৪৩০৮ বর্গফুট), সাবেক সচিব মো. ইউনুসুর রহমান (২৩১৫ বর্গফুট), এমএ কাদের (২০৪৯ বর্গফুট), আইডিআরএ’র সাবেক চেয়ারম্যান ড. এম আসলাম আলম (২০৪৯ বর্গফুট), আকতারী মমতাজ (২০৪৯ বর্গফুট), সিরাজুল হক খান (২৩১৫ বর্গফুট), মঞ্জুরুল বাছিদ (২৩১৫ বর্গফুট), সৈয়দ আমিনুল ইসলাম (২০৪৯ বর্গফুট), নেহাল আহমেদ (২০৪৯ বর্গফুট), আনিছুর রহমান (২৩১৫ বর্গফুট) ও এসএম গোলাম ফারুক (২০৪৯ বর্গফুট)।

এই ঘটনায় জড়িতদের মধ্যে সাবেক দুদক কমিশনার থেকে শুরু করে নির্বাচন কমিশনার এবং সচিব পর্যায়ের কর্মকর্তা রয়েছেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্টদের তলব করা হয়েছে এবং তাদের বক্তব্য রেকর্ড করা হবে।

এদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ইতোমধ্যেই বরাদ্দ বাতিল করেছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তদন্ত প্রতিবেদন ও বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ১৩ জুলাই আনুষ্ঠানিকভাবে ১২টি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল ঘোষণা করা হয়।

সূত্রঃ মানবজমিন

এম.কে
১২ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

হাইকমিশনার খাস্তগীরকে পোল্যান্ডে রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত বা‌তিল

‌‘দুর্গাপূজার নিরাপত্তায় মন্দির পাহারা দেবে মাদ্রাসা ছাত্ররা‌’

সাগর-রুনি হত্যার বিচার না হলে জাতির কাছে দায়ী থাকবোঃ আসিফ নজরুল