4.3 C
London
December 19, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে যাচ্ছেন না সমন্বয়করা

মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম নিরব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য।

কারণ হিসেবে এই সমন্বয়ক জানিয়েছেন, তারা রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেছেন।

সোমবার দুপুরে নিজের ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে ইব্রাহিম বলেন, ফ্যাসিস্টের দালাল রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ চাই। তার হাতেও আমার ভাইদের তাজা রক্ত লেগে আছে। তার দাওয়াতে বঙ্গভবনে যাওয়ার প্রশ্নই আসে না। বিজয় দিবসে চুপ্পুর দাওয়াত প্রত্যাখ্যান করলাম।

প্রতিবছর বিজয় দিবসে গণমান্যরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে থাকেন। এবারের অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃস্থানীয় অনেককে আমন্ত্রণ জানানো হয়েছিল।

এম.কে
১৬ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

আদালত প্রাঙ্গণে ফারজানা রুপাকে থাপ্পড়

‘ফ্রি ভিসা বলতে কিছু নেই’

অনলাইন ডেস্ক

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল