6.8 C
London
November 22, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

রাষ্ট্র চালাতে ৫ বিলিয়িন ডলার দেবে প্রবাসীরা, উদ্যোগ পিনাকী ভট্টাচার্যের

দেশ সংস্কারে সরাসরি প্রবাসীদের অংশগ্রহণে নতুন উদ্যোগ নিয়েছেন লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। তিনি বলেছেন, ‘আমি একটি উদ্যোগ নিয়েছি, পুরো বিশ্ব থেকে প্রবাসীরা পাঁচ বিলিয়ন ডলার রাষ্ট্রকে দিবে। এটি হলে সরাসরি প্রবাসীরা রাষ্ট্র নির্মাণের কাজে চলে আসবেন।’

শনিবার (১২ অক্টোবর) প্যারিসের কাম্পানিল হোটেলের বলরুমে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ফরোয়ার্ড এর উদ্যোগে ‘গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ: প্রবাসীদের ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে৷ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পিনাকী ভট্টাচার্য এমন উদ্যোগের কথা জানান।

তিনি বলেন, ‘কথায় আছে হাজার টাকার বাগান খায় পাচঁ সিকার ছাগলে। এই পাচঁ সিকার ছাগল চিনতে না পারলে বারবার বাংলাদেশের মানুষকে রক্ত দিতে হবে। এই পাঁচ সিকার ছাগল হচ্ছে আওয়ামী লীগ এবং ভারত। এই দুই শক্তিকে মোকাবেলা করতে না পারলে বাংলাদেশে শান্তি আসবে না।’

তিনি আরও বলেন, ’বারবার প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে দাবি জানানো হয়। কিন্তু হওয়ার কথা ছিল, তারা বলবে এবং সেটি সরকার মেনে নেবে।‘

সেমিনারে মূল প্রবন্ধ থেকে প্রবাসীদের পক্ষ থেকে চার দফা দাবি জানানো হয়। সেগুলো হলো- প্রথমত, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোর তত্ত্বাবধানে জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা। দ্বিতীয়ত, ফ্রান্সসহ সবগুলো দূতাবাসে দ্রুত ই-পাসপোর্ট এবং জাতীয় পরিচয় পত্র তৈরির ব্যবস্থা করা। তৃতীয়ত, জাতীয় সংসদে প্রবাসীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করা। চতুর্থত, অনিয়মিত অভিবাসীদের লাশ সরকারি খরচে দেশে প্রেরণের ব্যবস্থা করা।

এছাড়া বক্তারা বলেন, এই প্রথমবারের মতো অভিবাসী বাংলাদেশিরা প্রত্যক্ষ ও পরোক্ষাভাবে স্টেক হোল্ডারের ভূমিকায় এসেছেন। চার দফা দাবি আদায়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে জোরদার ভূমিকা পালন করতে হবে। ৫ই আগস্টের বিপ্লবকে সার্থক করার জন্য প্রবাসে সকল বাংলাদেশিকে সজাগ থাকার আহ্বান জানান।

এম.কে
১৫ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

মধ্যরাতে সিলেটের শাহপরান (রহ.) মাজারে সংঘর্ষে আহত ২০

ডিসেম্বরে ঢাকায় উচ্চ পর্যায়ের বাংলাদেশ-ভারত সম্মেলন অনুষ্ঠিত হবে

হাসপাতালে পুলিশ কর্মকর্তা হত্যার অভিযোগে গ্রেপ্তার ১০

অনলাইন ডেস্ক