TV3 BANGLA
বাংলাদেশ

রাস্তায় আঁকা গোলাম আযম, নিজামী ও কাদের মোল্লার ছবি মুছে দিলো ঢাবি প্রশাসন

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের রাস্তায় আঁকা যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতা গোলাম আযম, মতিউর রহমান নিজামী ও কাদের মোল্লার ছবি বিশ্ববিদ্যালয় প্রশাসন মুছে দিয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে হলের রবীন্দ্রভবন ও অক্টোবর স্মৃতি ভবনসংলগ্ন সড়কে এ ছবিগুলো আঁকা হয়। রোববার সকালে তা মুছে ফেলা হয়েছে।

 

জগন্নাথ হল সংসদের সাধারণ সম্পাদক সুদীপ্ত প্রামাণিক গণমাধ্যমকে বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে ডাকসুর পক্ষ থেকে যেহেতু কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়নি, তাই হল সংসদের পক্ষ থেকে ‘তুলির আঁচড়ে দ্রোহ’ নামে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কর্মসূচিতে শিক্ষার্থীরা স্বীকৃত রাজাকারদের ছবি আঁকেন। কিন্তু হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়ে মিলে এই ছবিগুলো মুছে দিয়েছে।

জগন্নাথ হল সংসদের সাহিত্য সম্পাদক কথক বিশ্বাস জয় গণমাধ্যমকে বলেন, এই কর্মসূচির মাধ্যমে হলের শিক্ষার্থীরা তিন রাজাকারের ছবি এঁকে তাদের প্রতিবাদ জানিয়েছে। কিন্তু হল সংসদকে না জানিয়েই প্রশাসনের লোক এসে ছবিগুলো মুছে ফেলে।

এ বিষয়ে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল বলেন, হল সংসদ ‘রাজাকারদের’ ছবি আঁকার অনুমতি নেয়নি, তারা শুধু আলোকচিত্র প্রদর্শনীর অনুমতি চেয়েছিল। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশে তা মুছে ফেলা হয়।

এম.কে

আরো পড়ুন

ইন্টারনেট নিয়ে জাতির সঙ্গে মিথ্যাচার করেছেন পলক: তদন্ত প্রতিবেদন

টিউলিপ-জয়সহ শেখ পরিবারের ৭ সদস্যদের ব্যাংক হিসাব তলব

ডিবি প্রধানের ভাতের হোটেলের উপর নাখোশ প্রধানমন্ত্রী, হতে পারেন বদলি

নিউজ ডেস্ক