লকডাউন পরবর্তী যুক্তরাজ্যের অর্থনীতি পুনরুদ্ধার এবং প্যানডেমিক সময়ে ক্ষতিগ্রস্ত ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান সমূহ যেন সহজে ব্যাংক থেকে লোন পেতে পারে, তার জন্য যুক্তরাজ্য সরকার ৬ এপ্রিল ২০২১ সালে নতুন রিকভারি লোন স্কিম প্রবর্তন করেছে।
এই রিকভারি লোন স্কিমের সর্বোচ্চ সীমা হল ২ মিলিয়ন পাউন্ড। ৩০জুন ২০২২ এর মধ্যে আপনাকে রিকভারি লোন স্কিম (RLS) এর জন্য আবেদন করতে হবে।
রিকভারি লোন স্কিম(RLS) আবেদন করার শর্ত সমূহঃ
আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি যুক্তরাজ্য ভিত্তিক হতে হবে।
প্যানডেমিকের পূর্বে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি কার্যকর ছিল তার প্রমাণ থাকতে হবে।
করোনা ভাইরাস এর কারণে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি প্রভাবিত হয়েছে এর প্রমাণ থাকতে হবে
আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি “insolvency proceedings” এর ভিতরে অন্তর্ভুক্ত নয়।
রিকভারি লোন স্কিমের বৈশিষ্ট্য
লোন এর পরিমাণ ১০০০ পাউন্ড থেকে সর্বোচ্চ ২ মিলিয়ন পাউন্ড।
কোন প্রতিষ্ঠানের বাৎসরিক টার্নওভার ৪৫ মিলিয়ন পাউন্ড এর বেশি হওয়া যাবে না।
৬ বছর মেয়াদী লোন।
২৫০০০০ পাউন্ড পর্যন্ত লোন এর ক্ষেত্রে কোন পারসোনাল গ্যারান্টি লাগবে না।
চার ধরণের ফাইনান্স এর ক্ষেত্রে লোন পাওয়া যাবে- টার্ম লোন, ওভারড্রাফট, ইনভয়েস ফাইনান্স এবং এসেট ফাইনান্স।
ডকুমেন্টেশন
Recovery Loan Scheme (RLS) এর জন্য অ্যাপ্লিকেশান করলে ল্যান্ডার অ্যাপলিকেণ্ট এর সাধারণ ডকুমেন্ট যেমন- আইডি, ট্যাক্স ক্যালকুলেশন, ট্যাক্স ইয়ার ওভারভিউ ইত্যাদি ডকুমেন্ট এর পাশাপাশি অতিরিক্ত কিছু ডকুমেন্ট যেমন- ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, বিজনেস প্লান, হিস্ট্রি অ্যাকাউন্ট এবং এসেট সমূহের বিবরণ চাইবে।
রিকভারি লোন স্কিমে কারা আবেদন করতে পারবে নাঃ
ব্যাংক, ইন্সুরার এবং রি-ইন্সুরার (তবে ইন্সুরেন্স ব্রোকাররা আবেদন করতে পারবে)
পাবলিক সেক্টর বডি।
স্টেট ফান্ড প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুল।
রিকভারি লোন স্কিম এবং কমার্সিয়াল মর্গেজ সম্পর্কে আপনাদের কোন মতামত বা জিজ্ঞাসা থাকলে নিন্মের ই-মেইল অথবা টেলিফোন নম্বরে যোগাযোগ করতে পারেন।
Email: info@benecofinance.co.uk
Tel: 02080502478