TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

রিফর্ম ইউকে-তে ভাঙনঃ রিফর্ম ইউকে ছেড়ে ছয় জনপ্রতিনিধির এডভান্স ইউকে-তে যোগদান

নাইজেল ফ্যারাজের নেতৃত্বাধীন রাজনৈতিক দল রিফর্ম ইউকে-তে অভ্যন্তরীণ ভাঙনের চিত্র প্রকাশ্যে এসেছে। দলটি থেকে ছয়জন সাবেক জনপ্রতিনিধি পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল এডভান্স ইউকে-তে যোগ দিয়েছেন। ঘটনাটি যুক্তরাজ্যের স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

 

ব্যবসায়ী বেন হাবিবের নেতৃত্বাধীন এডভান্স ইউকে ডার্বিশায়ারে এই যোগদানকে বড় রাজনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, রিফর্ম ইউকে থেকে পদত্যাগ করা এই ছয়জন এখন এডভান্স ইউকে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করবেন।

তবে রিফর্ম ইউকে এই দাবিকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। ডার্বিশায়ার কাউন্টি কাউন্সিলে রিফর্ম ইউকের নেতা অ্যালান গ্রেভস বলেন, এই দলত্যাগ কোনো নতুন ঘটনা নয়। তার ভাষায়, এই পদত্যাগগুলো ২০২৫ সালের মে মাসে অনুষ্ঠিত কাউন্সিল নির্বাচনের আগেই ঘটেছিল। তিনি জানান, মাত্র দু’জন সাবেক কাউন্টি কাউন্সিলর ছিলেন, বাকিরা ছিলেন টাউন কাউন্সিলর অথবা প্যারিশ কাউন্সিলর।

এডভান্স ইউকের দাবি নিয়ে কড়া সমালোচনা করে অ্যালান গ্রেভস বলেন, দলটি নিজেদের রাজনৈতিক গুরুত্ব বাড়িয়ে দেখানোর চেষ্টা করছে। তিনি ব্যঙ্গ করে মন্তব্য করেন, “এই পর্যায়ে এসে মরা মানুষকে জীবিত করার চেষ্টা করা সত্যিই হাস্যকর।” তার মতে, রিফর্ম ইউকে নির্বাচনে এগিয়ে রয়েছে এবং বাস্তব সাফল্য অর্জন করছে।

এডভান্স ইউকে পাল্টা বিবৃতিতে জানায়, নতুন যোগ দেওয়া প্রতিনিধিরা ডার্বিশায়ারে শক্তিশালী তৃণমূল নেটওয়ার্ক নিয়ে এসেছেন। দলটি যুক্তরাজ্যের গ্রেট ব্রিটেন ও নর্দার্ন আয়ারল্যান্ডের ইউনাইটেড কিংডমের জাতিরাষ্ট্র কাঠামো, খ্রিস্টান সংবিধান, স্বাধীনতা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আইনের চোখে সমতার পক্ষে অবস্থান নেওয়ার কথা জানিয়েছে।

এডভান্স ইউকে-তে যোগ দেওয়া ছয় জনপ্রতিনিধির মধ্যে রয়েছেন টাউন ও প্যারিশ কাউন্সিলর অ্যালেক্স স্টিভেনসন, বরো ও প্যারিশ কাউন্সিলর ফিলিপ রোজ, হিনর ও লস্কোর মেয়র অ্যালান অ্যাবারনেথি, টাউন কাউন্সিলর লরা ব্রুনেলেস্কি, মাল্ক হিবার্ড এবং মার্ক বারেল।

দলটি আরও জানিয়েছে, অ্যালেক্স স্টিভেনসন আগামী ২০ জানুয়ারি ডার্বিশায়ার কাউন্টি কাউন্সিল ও অ্যাম্বার ভ্যালি বরো কাউন্সিলের উপনির্বাচনে এডভান্স ইউকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই নির্বাচনই হবে এডভান্স ইউকের প্রথম আনুষ্ঠানিক নির্বাচনী অংশগ্রহণ।

এডভান্স ইউকের নেতা বেন হাবিব বলেন, তিনি দীর্ঘদিন ধরে এই প্রতিনিধিদের সঙ্গে কাজ করেছেন। তাদের যুক্ত হওয়ার ফলে দলটি ডার্বিশায়ারে আরও সুসংগঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার মতে, নির্বাচনে জয়ী হলে তারা এলাকার জনগণের পক্ষে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে

আরো পড়ুন

ব্রিটেনে দুই তৃতীয়াংশ তরুণী কর্মক্ষেত্রে হয়রানির শিকার

যুক্তরাজ্যের ৫৮% নাগরিক ইইউতে ফিরতে চানঃ জরিপ

যুক্তরাজ্যে ভিসাধারীদের জন্য ২০২৫ সালের মধ্যে ই-ভিসা সিস্টেম চালু করতে যাচ্ছে