8.3 C
London
November 15, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

রিস্টার্ট গ্রান্ট সম্পর্কে ব্রিটেনের ক্ষুদ্র ব্যবসায়ীদের যা জানা দরকার

লকডাউনের কারণে যুক্তরাজ্যের হাজার হাজার ব্যবসা বন্ধ রয়েছে। ব্যবসায়ীরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির শিকার হচ্ছেন। চ্যান্সেলর ঋষি সুনাক ২০২১ সালের ৩ মার্চ বাজেটের সময় একটি নতুন ৫ বিলিয়ন পাউন্ডের রিস্টার্ট গ্রান্ট চালু করেছেন। এই অনুদান যুক্তরাজ্যের ক্ষুদ্র ব্যবসায়ীদের তাদের বন্ধ হয়ে থাকা ব্যবসা আবার চালু করতে সহায়তা করবে।

 

আতিথেয়তা এবং ভ্রমণ সেক্টরের ব্যবসায়ীরা সম্প্রতি সংবাদ মাধ্যম মেট্রোকে বলেছেন, কমপক্ষে আরো তিন মাস বন্ধ হওয়ার খবরটি তাদের উপরে ‘প্রচণ্ড আঘাত’ হিসাবে এসেছে। অনেকে আশঙ্কা করছেন তারা হয়তো তাদের পুরনো ব্যবসা পুনরুদ্ধার করতে সফল হবেন না।

 

চ্যান্সেলর ঋষি সুনাক তাই এপ্রিল মাস থেকে রিস্টার্ট গ্রান্ট দিচ্ছেন এসব ব্যবসায়ীদের।

 

ক্ষুদ্র ব্যবসার জন্য ১৮ হাজার পাউন্ড মূল্যের এই অনুদান দেওয়া হবে ২১ শে জুন থেকে। দোকান, পাব, হোটেল এবং অন্য যে কোনো ছোট ব্যবসায়ীকে দেওয়া হবে এই অনুদান। প্রায় ৭ লাখ ক্ষুদ্র ব্যবসায়ী যেমন দোকান, পাব, ক্লাব, হোটেল, রেস্তোঁরা, জিম এবং হেয়ার সেলুন এই প্রকল্পটি থেকে উপকৃত হবেন।

 

যারা আতিথেয়তা, আবাসন, অবকাশ যাপন, ব্যক্তিগত যত্ন এবং জিম ইত্যাদি ব্যবসার সাথে জড়িত ব্যবসার আর্থিক পরিসর অনুসারে ১৮ হাজার পাউন্ড পর্যন্ত সাহায্য পাবেন।

 

সরকারি নির্দেশিকা অনুসারে, আপনার ব্যবসাটি এই অনুদানের উপযুক্ত হবে যদি:

 

• ইংল্যান্ডের ব্যবসায়ী হতে হবে।

 

• নিয়মিত ব্যবসার কর প্রদান করতে হবে।

 

• ২০২১ সালের ৫ জানুয়ারি থেকে জাতীয় লকডাউনের কারণে ব্যবসা বন্ধ আছে, অথবা ২০২০ সালের ৫ নভেম্বর থেকে ২ ডিসেম্বর মধ্যে বন্ধ হয়েছে।

 

• ব্যবসা বন্ধের পরে থেকে স্বাভাবিকভাবে ব্যক্তিগত গ্রাহক পরিষেবা সরবরাহ করতে অক্ষম থাকলে।

 

রিস্টার্ট গ্রান্টের জন্য আবেদন করতে আপনাকে স্থানীয় কাউন্সিলের ওয়েবসাইটে যেতে হবে।

 

আপনার স্থানীয় কাউন্সিলের ওয়েবসাইট খুঁজে পেতে সাহায্য করবে এই লিংক

 

 

সূত্র: মেট্রো
৮ মার্চ ২০২১
এসএফ

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রে রোহিঙ্গা পুনর্বাসন শুরু হচ্ছে, ৮ ডিসেম্বর যাবে প্রথম ব্যাচ

নাইটাজিন সেবন করে যুক্তরাজ্যের রাস্তায় মানুষ মারা যাচ্ছে

ফ্রান্সের নাগরিকত্ব চান বোরিস জনসনের বাবা