2.7 C
London
January 19, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

রুয়ান্ডা বিল যুক্তরাজ্যের সমস্যা আমাদের নয়ঃ রুয়ান্ডার প্রেসিডেন্ট

রুয়ান্ডার রাষ্ট্রপতি বলেছেন ব্রিটেনের সাথে চুক্তি বাস্তবায়নের জন্য একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত অপেক্ষা কর‍তে রাজি আছে তার দেশ। তিনি এও বলেছেন, এই প্রকল্প বাতিল হলেই তিনি খুশি হবেন।

রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগমের এই বিষয়ে তখন মন্তব্য করলেন যখন রুয়ান্ডা নির্বাসন বিলটি হুমকির মুখে পড়তে যাচ্ছে বলে ধারনা করছেন বিশেষজ্ঞরা।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি অনুষ্ঠানে রুয়ান্ডা বিল নিয়ে পল কাগমেরকে গার্ডিয়ান প্রশ্ন করলে তিনি জানান, “এটি যুক্তরাজ্যের সমস্যা, আমাদের নয়।”

যুক্তরাজ্য রুয়ান্ডা প্রকল্পে যে অর্থ ব্যয় করেছে সে সম্পর্কে পল কাগমেরের কাছে জানতে চাইলে তিনি বলেন, “ যে অর্থ যুক্তরাজ্য সরকার রুয়ান্ডা নীতির জন্য প্রদান করবে তা আশ্রয়প্রার্থীদের জন্য ব্যবহার করা হচ্ছে। যদি আশ্রয়প্রার্থীরা না আসে তবে অর্থের কিছু অংশ আমরা যুক্তরাজ্যেকে ফেরত দিয়ে দিতে পারি। ”

উল্লেখ্য যে, যুক্তরাজ্যের সাংসদরা এই সপ্তাহে রুয়ান্ডা বিলের উপর তৃতীয় দফায় ভোট দেবেন বলে জানা যায় এবং প্রায় এক ডজন টোরি সাংসদ জানিয়েছেন তারা বিলটির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। তথ্যানুযায়ী জানা যায় বিলটি বাতিল হবার জন্য বিলের বিপক্ষে মাত্র ২৯টি টোরি ভোটের প্রয়োজন।

তথ্যানুযায়ী জানা যায়, চুক্তির অংশ হিসাবে রুয়ান্ডাকে প্রায় ২৪০ মিলিয়ন পাউন্ড প্রদান করেছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য সরকার ২০২৪-২৫ অর্থবছরে আরও ৫০ মিলিয়ন পাউন্ড  প্রদানের পরিকল্পনা করেছে।

রুয়ান্ডা সরকারের একজন মুখপাত্র বলেছেন, যে অর্থ যুক্তরাজ্য সরকার প্রদান করেছে তা ফেরতের কোনো সম্ভাবনা নেই। কারণ প্রদত্ত অর্থ ইতোমধ্যে বিভিন্ন অবকাঠামো তৈরিতে ব্যয় করা হয়েছে।

অর্থ ফেরত প্রসঙ্গে যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্রকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ” আমাদের মূল ফোকাস রুয়ান্ডা বিলের দিকে। রুয়ান্ডা নির্বাসন নীতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। ”

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
১৮ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

অভিবাসীদের বিতাড়িত করার জন্য আসছে নতুন আইন

হঠাৎ ব্রিটেনের রাজনীতি টালমাটাল

এনএইচএস-এর কর্মী সংকটে কার্ডিয়াক ও ক্যান্সার অপারেশন বিলম্বিত

অনলাইন ডেস্ক