20 C
London
September 16, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

রেমিট্যান্স প্রবাহ বাড়ছে হু হু করে

চলতি আগস্ট মাসের প্রথম দিকে দেশে রেমিট্যান্স আসা থমকে গেলেও পরে তা বেড়েছে বহুগুণ। আগস্ট মাসের প্রথম ১০ দিনে দেশে বৈধ পথে ৪৮ কোটি ২৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ৩ আগস্ট পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার। পরের সপ্তাহে অর্থাৎ ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত সময়ে আগের ৪ গুণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই সময়ে প্রবাসীরা ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স পাঠান।

আগস্টের প্রথম ১০ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৪ কোটি ৪৭ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৬০ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৪২ কোটি ৮ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ১১ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

এম.কে
১৩ আগস্ট ২০২৪

আরো পড়ুন

নেতাসহ পাঁচ শতাধিক গ্রেপ্তার

মেজর সিনহা হত্যা: কী আছে সিফাত-শিপ্রার ভাগ্যে!

অনলাইন ডেস্ক

সময় টেলিভিশনের সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ