4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
সারাদেশ

লকডাউনে ঢাকায় আটক আড়াইশ, গ্রেফতার ৭৩

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত ‘কঠোর লকডাউনে’ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানীজুড়ে ২৪৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাদের মধ্যে ৭৩ জনকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

 

বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর ২টা পর্যন্ত ঢাকার সব থানা এলাকায় পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

 

ডিএমপি সূত্র জানায়, ডিএমপির আট বিভাগে পরিচালিত অভিযানে সর্বমোট ২৪৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ৭৩ জনকে নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে।

 

এছাড়া ৫৬ জনকে সর্বমোট ৬ হাজার ২০৭ টাকা জরিমানা করা হয়েছে, একই সময় ১০ দোকানকে ৩৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

 

রাজধানীজুড়ে ২২২ টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়, আর জরিমানা করা হয় ২ লাখ ৯৭ হাজার ১০০ টাকা। এছাড়া ৪৬ টি যানবাহন রেকারিং করা হয় আর জব্দ করা হয় ৬ টি গাড়ি।

 

১ জুলাই ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

দেশে কারফিউ জারির পরামর্শ

দেশে আসছে নতুন দুই এয়ারলাইনস

জিএম কাদেরের মোবাইল ফোন ছিনতাই