13.3 C
London
December 19, 2024
TV3 BANGLA
Uncategorized

লন্ডনের আটতলা থেকে পড়ে গেলো বাংলাদেশি বংশোদ্ভুত শিশু

আটতলা থেকে পড়ে যাওয়া শিশুটি (সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত)

পূর্ব লন্ড‌নের বাঙালিপাড়ায় এক‌টি বহুতল ভব‌নের আটতলা থে‌কে প‌ড়ে গুরুতর আহত হয়ে‌ছে। সংজ্ঞাহীন অবস্থায় শিশু‌টি‌কে হাসপাতা‌লে নেওয়া হ‌য়েছে গিয়ে চার বছর বয়সী এক‌ শিশু। শিশু‌টির মা-বাবা দুজনই ব্রিটিশ-বাংলা‌দেশি বলে জানা যায়।

বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে লন্ডন মে‌ট্রোপ‌লিটন পুলি‌শের একজন মুখপাত্র জা‌নি‌য়ে‌ছেন, স্থানীয় সময় সোমবার (২৭ জুলাই) বি‌কে‌লে পূর্ব লন্ড‌নের ই-ওয়ান এলাকার এক‌টি বহুতল ভব‌নের সাম‌নের রাস্তায় শিশু‌টিকে পড়ে থাকতে দেখা যায়। খবর পে‌য়ে পু‌লিশের পাশাপাশি অ্যাম্বুলেন্সও ছুটে আসে সেখানে। এরপর শিশু‌টি‌কে হাসপাতা‌লে নি‌য়ে যাওয়া হয়। ঘটনায় তদন্ত করছে পুলিশ।

সর্বশেষ পাওয়া খবরে জানা যায়, শিশু‌টি‌কে আইসিইউতে রাখা হ‌য়ে‌ছে।

এ দুর্ঘটনার সাক্ষ্য কিংবা তথ্য দি‌তে সক্ষম এমন ব্যক্তিদের quoting ref CAD 6419/27 রেফা‌রে‌ন্সে তথ্য দি‌য়ে সহায়তা করার অনু‌রোধ করেছে কর্তৃপক্ষ।

০৩ আগস্ট ২০২০

আরো পড়ুন

Bangladeshi Restaurants in the UK during Covid19 l করোনায় রেষ্টুরেন্ট ব্যবসা

Spirit of Cricket with Ratan ll Episode 04 ll Mohammed Ashraful

ওসামা বিন লাদেন বেঁচে আছে: ট্রাম্প

অনলাইন ডেস্ক