TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনের কুইন এলিজাবেথ’স স্কুল শীর্ষেঃ যুক্তরাজ্যের সেরা মাধ্যমিক বিদ্যালয় র‌্যাঙ্কিং প্রকাশ

যুক্তরাজ্যে ২০২৬ সালের সেরা মাধ্যমিক ও প্রাইমারি স্কুলের র‌্যাঙ্কিং প্রকাশিত হয়েছে, যেখানে লন্ডনের স্কুলগুলো দাপটের সঙ্গে শীর্ষে অবস্থান করেছে। বার্নেটের গ্রামার স্কুল কুইন এলিজাবেথ’স স্কুল ২০২৬ সালের সানডে টাইমস র‌্যাঙ্কিংয়ে সমস্ত সরকারি স্কুলের শীর্ষে উঠে এসেছে এবং এ-লেভেল পরীক্ষার ফলাফলেও শীর্ষ স্থান অধিকার করেছে।

দক্ষিণ-পূর্বের ডেম এলিস ওয়েন’স স্কুল কমপ্রিহেন্সিভ স্কুলের মধ্যে সেরা হিসেবে নির্বাচিত হয়েছে। এছাড়া, ওয়েস্ট লন্ডন ফ্রি স্কুল দেশজুড়ে দ্বিতীয় সেরা কমপ্রিহেন্সিভ স্কুল হিসেবে র‌্যাঙ্ক করা হয়েছে এবং ২০২৬ সালের কমপ্রিহেন্সিভ স্কুল অফ দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে। লন্ডনের স্কুলগুলো শীর্ষ ২০ কমপ্রিহেন্সিভ স্কুলের অর্ধেক দখল করেছে, এবং শীর্ষ ১২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ও লন্ডনে অবস্থিত।

প্রাথমিক বিদ্যালয়ে থমাস জোন্স প্রাইমারি স্কুল গত বছরের যৌথ ৪৩তম স্থান থেকে উঠে সেরা প্রাথমিক বিদ্যালয় হিসেবে র‌্যাঙ্কিংয়ে জায়গা করেছে। ওয়ালিংটনের উইলসন স্কুল জিসিএসই পরীক্ষার জন্য সেরা সরকারি স্কুল, আর লন্ডনের সেন্ট পল’স স্কুল দেশের সেরা প্রাইভেট স্কুলের শীর্ষে রয়েছে।

র‌্যাঙ্কিং গণনা করা হয়েছে জিসিএসই ও এ-লেভেলের শীর্ষ গ্রেডের শতাংশের ভিত্তিতে। এতে প্রতিটি অঞ্চলের সেরা সরকারি, কমপ্রিহেন্সিভ ও প্রাইভেট স্কুলও চিহ্নিত করা হয়েছে। উদাহরণস্বরূপ, পূর্ব মধ্যদেশের দ্য কিং’স স্কুল, গ্রানথাম সেরা সরকারি মাধ্যমিক স্কুল এবং একাডেমিক উৎকর্ষের শীর্ষে, আর উত্তর-পূর্বের সেন্ট লিওনার্ড’স আরসি স্কুল, ডারহাম অঞ্চলের সেরা কমপ্রিহেন্সিভ এবং স্কুল অফ দ্য ইয়ার হিসেবে নির্বাচিত হয়েছে।

শীর্ষ সরকারি বিদ্যালয় (Top State Schools)

কুইন এলিজাবেথ’স স্কুল, বার্নেট

উইলসন স্কুল, ওয়ালিংটন

সেন্ট অলাভ’স গ্রামার স্কুল, অর্পিংটন

কোলচেস্টার রয়্যাল গ্রামার স্কুল, কোলচেস্টার

দ্য টিফিন গার্লস’ স্কুল, কিংস্টন আপন থেমস

পেট’স গ্রামার স্কুল, চেলটনহ্যাম

কিং এডওয়ার্ড VI গ্রামার স্কুল, চেলমসফোর্ড

দ্য হেনরিয়েটা বার্নেট স্কুল, লন্ডন

আলট্রিনচাম গ্রামার স্কুল ফর গার্লস, আলট্রিনচাম

রিডিং স্কুল, রিডিং

শীর্ষ প্রাইভেট বিদ্যালয় (Top Private Schools)

সেন্ট পল’স স্কুল, লন্ডন

ব্রাইটন কলেজ, ব্রাইটন

নর্থ লন্ডন কলেজিয়েট স্কুল, লন্ডন

গডলফিন অ্যান্ড ল্যাটিমার, লন্ডন

গিল্ডফোর্ড হাই স্কুল, গিল্ডফোর্ড

সেন্ট পল’স গার্লস’ স্কুল, লন্ডন

কিং’স কলেজ স্কুল, উইম্বলডন, লন্ডন

ওয়েস্টমিনস্টার স্কুল, লন্ডন

সিটি অফ লন্ডন স্কুল ফর গার্লস, লন্ডন

ল্যাটিমার আপার স্কুল, লন্ডন

সূত্রঃ এল বি সি

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে একের পর এক কনজারভেটিভ সাংসদ লেবার পার্টির পক্ষে অবস্থান নিচ্ছেন

শিশুশরণার্থীদের বয়স নির্ধারণে এআই প্রযুক্তি আনছে যুক্তরাজ্য

যুক্তরাজ্যে ঝড় জোসলিনের জন্য সতর্কবার্তা জারি