লন্ডনের গণপরিবহনে অপরাধ ও যাত্রীদের ভীতি উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে বলে জানিয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল)। সংস্থাটির সর্বশেষ Customer Pulse Survey অনুসারে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে লন্ডনের ৩৯% যাত্রী গণপরিবহনে যাতায়াতের সময় উদ্বিগ্ন বা ভীত অনুভব করেছেন। জরিপে আরও উঠে এসেছে, প্রায় ৯% যাত্রী ভয়ঙ্কর ঘটনার কারণে সাময়িক বা স্থায়ীভাবে টিউব, বাস বা অন্যান্য গণপরিবহন ব্যবহার বন্ধ করেছেন।
যাত্রীদের উদ্বেগের কারণ
টিএফএল জরিপ বলছে, যাত্রীদের ভীতির পেছনে প্রধান কারণ হিসেবে উঠে এসেছে মদ্যপ যাত্রীদের আচরণ (২১%), হুমকিস্বরূপ আচরণ ও ভাষা (১১%) এবং অতিরিক্ত ভিড় ও ঠেলাঠেলি (১১%)। বিশেষত বাসে স্কুল-সংশ্লিষ্ট কিশোরদের অসামাজিক আচরণ (১৫%) এবং যাত্রীদের মধ্যে হুমকিস্বরূপ আচরণ (১৪%) যাত্রীদের উদ্বেগ বাড়িয়েছে।
অপরাধের পরিসংখ্যান
টিএফএল প্রকাশিত তথ্যানুযায়ী, লন্ডনের টিউব ও বাস নেটওয়ার্কে সামগ্রিক অপরাধের হার সামান্য বৃদ্ধি পেয়েছে। সহিংসতার রিপোর্ট বেড়েছে ৫.৫% এবং টিউবে মোট অপরাধের হার ০.৯% বৃদ্ধি পেয়েছে। তবে ডাকাতির ঘটনা উল্লেখযোগ্যভাবে ১৮.৬% কমেছে (২০২৪ সালে ১,৫৬০ থেকে ২০২৫ সালে ১,২৭০-এ)। অন্যদিকে ঘৃণাজনিত অপরাধ ৪.৬% হ্রাস পেয়েছে।
টিএফএল-এর উদ্যোগ
টিএফএল-এর নিরাপত্তা পরিচালক সিওয়ান হেইওয়ার্ড জানিয়েছেন, প্রতিদিন লাখো মানুষ লন্ডনের গণপরিবহন ব্যবহার করলেও অধিকাংশ যাত্রা নিরাপদে সম্পন্ন হয়। বর্তমানে ৫০০-র বেশি ইউনিফর্মধারী অফিসার নেটওয়ার্কজুড়ে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মেট্রোপলিটন পুলিশ ও ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ যৌথভাবে সহিংসতা, নারী ও শিশুর বিরুদ্ধে অপরাধ, অস্ত্র বহন, ডাকাতি ও ঘৃণাজনিত অপরাধ রোধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।
টিএফএল মনে করছে, অপরাধের রিপোর্ট বাড়ার একটি বড় কারণ হচ্ছে যাত্রী ও কর্মীদেরকে রিপোর্ট করতে উৎসাহিত করা—বিশেষ করে সহিংসতা, যৌন অপরাধ ও ঘৃণাজনিত অপরাধের ক্ষেত্রে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
২৮ আগস্ট ২০২৫