TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনের হোয়াইটচ্যাপেলে টিউবলাইনে সিগন্যাল বিকল, এলিজাবেথ লাইনে বড় ধরনের বিলম্ব

হোয়াইটচ্যাপেল স্টেশনে হঠাৎ সিগন্যাল বিপর্যয়ের কারণে বুধবার দুপুর থেকে এলিজাবেথ লাইনে বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছে। পুরো লাইনে তীব্র বিলম্ব ছড়িয়ে পড়ায় হাজারো যাত্রীকে দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার মুখে পড়তে হয়েছে। বিকল সিগন্যাল মেরামতের কাজ চলছে, তবে তা স্বাভাবিক গতি ফিরতে সময় লাগছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

অবস্থার অবনতি হওয়ায় লন্ডন আন্ডারগ্রাউন্ড যাত্রীদের সতর্ক করে জানিয়েছে, যাত্রার জন্য অতিরিক্ত সময় ধরে রাখতে। জরুরি ব্যবস্থা হিসেবে যেকোনো যুক্তিসঙ্গত বিকল্প রুটে বৈধ টিকিট গ্রহণ করা হচ্ছে, যাতে যাত্রীরা অন্য লাইন ব্যবহার করে গন্তব্যে যেতে পারেন।

এদিকে রাতে বার্কিং, আপমিনস্টার ও লন্ডন ফেনচার্চ স্ট্রিটের মধ্যে নির্ধারিত প্রকৌশল কাজের কারণে সব লাইন বন্ধ রাখা হবে। রাত ৮টা ৪৫ মিনিটের পর লন্ডন ফেনচার্চ স্ট্রিটে কোনো ট্রেন চলবে না। শ্যুবুরিনেস থেকে লন্ডনমুখী সেবাগুলোকে স্ট্র্যাটফোর্ড হয়ে লিভারপুল স্ট্রিটে চালানোর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি আপমিনস্টার–গ্রেইস এবং পিটসিয়া–আপমিনস্টার রুটেও ভিন্নমুখী চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

অতিরিক্ত খরচ ছাড়াই যাত্রীরা জুবিলি লাইন, ডকল্যান্ডস লাইট রেলওয়ে (DLR) এবং ডিস্ট্রিক্ট লাইনের নির্দিষ্ট অংশ ব্যবহার করতে পারবেন। বিশেষ করে রাত ১০টা ৪৫ মিনিটের পর আপমিনস্টার থেকে বার্কিং পর্যন্ত ডিস্ট্রিক্ট লাইন যাত্রীদের জন্য উন্মুক্ত থাকবে।

যদিও সন্ধ্যার দিকে এলিজাবেথ লাইনের বিলম্ব কিছুটা কমতে শুরু করেছে, তবুও বিকাল ৪টা ৩০ পর্যন্ত অসুবিধা থাকার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে যাত্রীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

সূত্রঃ দ্য স্ট্যান্ডার্ড

এম.কে

আরো পড়ুন

প্রিন্সের সামনেই মাথা ঘুরে পড়ে গেলেন তিন সেনা

যুক্তরাজ্যের অপরাধের শাস্তির ভিন্নতা নিয়ে প্রশ্ন তুলেছে আইন কাউন্সিল

সব বাড়ি বিক্রি করে ভাড়া বাড়িতে উঠেছেন ইলন মাস্ক