যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অভিবাসন ইস্যু ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছে। শুক্রবার (৯ আগস্ট) অভিবাসনের পক্ষে ও বিপক্ষে অবস্থানকারীরা পৃথক বিক্ষোভে অংশ নেন। এ সময় পাল্টাপাল্টি কর্মসূচি অনুষ্ঠিত হয় লন্ডনের দুটি হোটেলের সামনে, যেখানে আশ্রয়প্রার্থীদের রাখা হয়েছে।
সংখ্যার বিচারে অভিবাসনবিরোধীরাই এগিয়ে ছিল। তারা ‘স্টপ দ্য বোটস’ স্লোগানে জোরালো প্রতিবাদ জানায় এবং অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপের দাবি তোলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয় এবং উত্তেজনাকর পরিস্থিতিতে দুই বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়।
এর আগে গত সপ্তাহেও অভিবাসনবিরোধী বিক্ষোভ থেকে বেশ কয়েকজনকে আটক করেছিল নিরাপত্তা বাহিনী। কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরেই ছোট নৌকা করে লন্ডনের উপকূলে পৌঁছানো অভিবাসনপ্রার্থীর সংখ্যা ইতোমধ্যেই ২৫ হাজার ছাড়িয়েছে। এসব আশ্রয়প্রার্থীর অধিকাংশই আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমাচ্ছেন।
বিশ্লেষকরা বলছেন, অভিবাসন ইস্যু যুক্তরাজ্যে ক্রমেই রাজনৈতিক ও সামাজিক বিভাজন বাড়িয়ে তুলছে, যা সামনের দিনগুলোতে আরও বড় আকার নিতে পারে।
সূত্রঃ রয়টার্স
এম.কে
১০ আগস্ট ২০২৫