5.2 C
London
December 26, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গুলিবর্ষণে যুবক নিহত

দক্ষিণ লন্ডনের ক্ল্যাফামে গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত হয়েছেন এবং অপরজন আহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় রাত ৯টার দিকে নিউ পার্ক রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ জানায়, জরুরি সেবাদানকারীরা ঘটনাস্থল থেকে ২০ ও ২৭ বছর বয়সী দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তাদের মধ্যে ২৭ বছর বয়সী যুবককে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত ২০ বছর বয়সী যুবক চিকিৎসাধীন থাকলেও তার অবস্থা আশঙ্কাজনক নয়।

স্কটল্যান্ড ইয়ার্ড নিশ্চিত করেছে, এ ঘটনায় খুনের তদন্ত শুরু হয়েছে। তদন্ত কর্মকর্তা ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর সারা লি বলেন, “আমার দল দ্রুততার সঙ্গে কাজ করছে এই হত্যাকাণ্ডের পূর্ণ পরিস্থিতি উদঘাটনের জন্য। নিহতের পরিবারকে বিশেষজ্ঞ কর্মকর্তারা সহায়তা করছেন।”

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল চিহ্নিত করে তদন্ত চলছে এবং স্থানীয় বাসিন্দারা বাড়তি টহল লক্ষ্য করবেন। এছাড়া স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে, কেউ যদি আশপাশের সিসিটিভি বা ডোরবেল ক্যামেরায় ঘটনার কোনো ফুটেজ পান, তাহলে তা পুলিশের সঙ্গে শেয়ার করতে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১১ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে টেলি-কমিউনিকেশন ব্যবসায় একীভূত হচ্ছে বড় দুই জায়ান্ট

বৃটেনে ইনোভেটর ফাউন্ডার ভিসার দুয়ার খুলছে বাংলাদেশিদের জন্যও

যুক্তরাজ্যের সহায়তা কমলে ভয়াবহ পরিণতি হবে: ইউনিসেফের হুঁশিয়ারি