24.2 C
London
July 17, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

লন্ডনে এক দশকে সর্বোচ্চ পরিবহণ এবং কাউন্সিল কর

রেকর্ড পরিমাণে পরিবহন এবং কাউন্সিল কর বাড়ছে বলে নিশ্চিত করেছেন লন্ডনের মেয়র সাদিক খান। ফলে টিউব এবং বাসের ভাড়া গড়ে ৫.৯ শতাংশ হারে বাড়বে। যা এক দশকের মধ্যে সর্বোচ্চ। আর পৌর কাউন্সিল কর বাড়বে ৯.৭ শতাংশ হারে। যা ২ দশকের মধ্যে সর্বোচ্চ।

টানা দ্বিতীয় বছরের মতো বাস ভাড়া ১০ পেন্স করে বাড়তে চলেছে। পাঁচ মার্চ থেকে নতুন ভাড়া কার্যকর হবে। এদিকে টিউব ভাড়া ৬.৭% পর্যন্ত বাড়বে। করোনা মহামারির আগে ৬০ বছরের বেশি বয়সী লন্ডনবাসীরা সকাল ৯টার আগেই বিনামূল্যে টিউবে চড়তে পারতেন। করোনা শুরুর পর এ নিয়মে নিষেধাজ্ঞা দেওয়া হয়, বুধবার (১৮ জানুয়ারি) যা স্থায়ী করা হয়েছে। এই সিদ্ধান্তে পেনশনভোগীরা হতাশ হলেও বছরে অতিরিক্ত ৪০ মিলিয়ন পাউন্ড আয় হবে।

সাদিক খান বলছেন, বর্তমান পরিস্থিতিতে ভাড়া বাড়ানো ছাড়া তার কোন বিকল্প ছিলো না। তার মতে, নগর পরিচালনার জন্য অতিরিক্ত আয় অত্যন্ত জরুরি। এই কারণে রেকর্ড হারে বাড়ছে পৌর করও।

 

সূত্র: ইভেনিং স্ট্যান্ডার্ড

আরো পড়ুন

যুক্তরাজ্যে ডাটা ব্যবহার স্থগিত করেছে লিংকড-ইন

ফেব্রুয়ারিতে কারাদণ্ড পেয়েছে লন্ডনের যেসব অপরাধী

অনলাইন ডেস্ক

ইউরোপের বৃহত্তম ঈদ উৎসব ২০২৫ অনুষ্ঠিত হবে লন্ডনের ওয়েস্টফিল্ডে