4.4 C
London
January 13, 2025
TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)

লন্ডনে গেলে টিউলিপের বন্ধুর বাসায় বিনাভাড়ায় থাকতেন হাসিনাঃ ডেইলি মেইল

লন্ডনে গেলে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও টিউলিপ সিদ্দিকের খালা শেখ হাসিনা বিনাভাড়ায় তার বোনের মেয়ের বন্ধুর বাসায় থাকতেন। আর এই বন্ধু হলেন শায়ান ফজলুর রহমান। তিনি শেখ হাসিনার উপদেষ্টা ও ব্যবসায়ী সালমান এফ রহমানের ছেলে। হাসিনা লন্ডনে যে বাসায় থাকতেন সেটির ভাড়া ১৩ মিলিয়ন পাউন্ড।

এদিকে, টিউলিপের মা শেখ রেহানা লন্ডনের গোল্ডার্স গ্রিনে যে বাড়িতে বিনা ভাড়ায় থাকেন, সেটির মালিক শায়ান রহমানের নিয়ন্ত্রণাধীন একটি অফেশোর কোম্পানি।

স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সালমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে অনুসন্ধান করছে দুদক। গত অগাস্টেই সালমান, তার ছেলে শায়ান ও পুত্রবধূ শাজরেহ রহমানের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

ডেইলি মেইল জানায়, দারিদ্র দূরীকরণের লক্ষ্যে ব্রিটিশ রাজা চার্লসের হাত ধরে ২০০৭ সালে গড়ে ওঠে দাতব্য সংস্থা ‘ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট’। শায়ান রহমান বর্তমানে এই তহবিলের উপদেষ্টা কাউন্সিলের চেয়ারম্যান। ব্রিটিশ এশিয়ান ট্রাস্টে আড়াই লাখ পাউন্ড অনুদান রয়েছে শায়ানের।

দুর্নীতির অভিযোগ ওঠার পরও ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের চেয়ারম্যান পদে বহাল আছেন শায়ান। এ বিষয়ে এক বিবৃতিতে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট বলেছে, আমরা শায়ানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অবগত। আমরা বাংলাদেশের ঘটনাপ্রবাহের দিকে নজর রাখছি।

সূত্রঃ ডেইলি মেইল

এম.কে
১৩ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

বেতন বৃদ্ধির পরেও জীবনযাত্রার ব্যয়ের সাথে তাল মিলাতে ব্যর্থ ব্রিটিশ জনগণ

বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার