17.4 C
London
May 14, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে চীনা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে তিব্বতিয়ানদের বিক্ষোভ

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে তিব্বতি সম্প্রদায়।

 

গত শুক্রবার (১ অক্টোবর) যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনে অনুষ্ঠিত এ বিক্ষোভে অংশ নিয়েছে হংকং এবং উইঘুরের প্রতিনিধিরাও। গণপ্রজাতন্ত্রী চীন সরকারের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি আয়োজিত হয়েছে।

 

জাস্টআর্থ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে বসবাসরত তিব্বতি সম্প্রদায়ের সদস্য সেরিং পাসাং বিক্ষোভটি পরিচালনা করেন। ঠিক ৭২ বছর আগে চীনা কমিউনিস্ট পার্টি এবং তার শাসন, মাওসেতুং এর স্বৈরশাসনের অধীনে তিব্বত এবং পূর্ব তুর্কিস্তান প্রজাতন্ত্র আক্রমণের ঘোষণা দেয়।

 

কমিউনিস্ট শাসনের সমালোচনা করে সেরিং পাসাং বলেন, সাধারণ মানুষের অকল্পনীয় দুর্ভোগ সৃষ্টি করছে সিসিপি (চীনের কমিউনিস্ট পার্টি)। পাশাপাশি তাদের শাসন ​​ইচ্ছাকৃতভাবে এই নিপীড়িত জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি এবং পরিচয় ধ্বংসের কাজে নিয়োজিত রয়েছে।

 

তথাকথিত উন্নয়নের নামে দখলকৃত অঞ্চলের পরিবেশ ও প্রকৃতি ধ্বংস হচ্ছে। মেরামতের বাইরেও মারাত্মকভাবে ধ্বংস হচ্ছে, যোগ করেন তিনি।

 

৩ অক্টোবর ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

যুক্তরাজ্যে স্কেল-আপ ভিসা একটি আকর্ষণীয় অভিবাসন ব্যবস্থা

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য তিন বছরে ৯ বিলিয়ন খরচ

আকস্মিক সফরে যুক্তরাজ্যে জেলেনস্কি