TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

লন্ডনে ধেয়ে আসছে করোনার ‘ভয়ংকর’ রূপ ওমিক্রন

করোনা ভাইরাসের নব্য ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ মারাত্মক রূপধারণ করেছে। এ খবরের পরেই আরো উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যুক্তরাজ্যের স্বাস্থ্যসচিব সাজিদ জাভিদ শনিবার (২৭ নভেম্বর) একটি বিবৃতিতে জানিয়েছেন, খোদ লন্ডনের কাছেই সনাক্ত হয়েছে এই ভ্যারিয়েন্টের দুটি কেস।

 

চেমসফোর্ড, এসেক্স, নটিংহ্যাম অঞ্চলগুলোতে ওমিক্রনের সংক্রমণ বেশি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। আপাতত আক্রান্ত দুইজন ব্যক্তি স্ব-উদ্যোগে কোয়ারেন্টাইনে আছেন।

 

এ প্রসঙ্গে স্বাস্থ্যসচিব জাভিদ বলেন, ‘এটি একটি সতর্কবানী, যা থেকে বোঝা যায় প্যানডেমিক শেষ হতে এখনো অনেক দেরী।’

 

বাড়তি সতর্কতা হিসেবে আফ্রিকার চারটি দেশ থেকে ভ্রমণ নিষিদ্ধ হয়েছে। দেশগুলো হলো- মালাউয়ি, মোজাম্বিক, জাম্বিয়া, এবং অ্যাংগোলা।

 

এছাড়াও, স্বাস্থ্যসচিব ভ্যাক্সিন নেয়ার ক্ষেত্রে আবারও গুরুত্ব আরোপ করেছেন। প্রয়োজনে দ্রুত বুস্টার ডোজ বুক করতে নির্দেশনা দিয়েছেন।

 

২৭ নভেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

ব্রিটেনে অবৈধ অভিবাসী দিয়ে মাদক উৎপাদনঃ ধরা পড়ল ক্যানাবিস ফার্ম

যুক্তরাজ্যে প্রাইভেট পার্কিং ব্যবস্থায় ছাড়ের ব্যবস্থা রেখে আসছে নতুন নিয়ম

ফ্রান্সের কালে অভিবাসী শিবিরে ব্রিটিশ সাংবাদিককে হুমকি, যুক্তরাজ্যকে ‘দ্বিমুখী’ বলে গালাগালি