TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

লন্ডনে পুলিশের ছদ্মবেশে বাড়িতে প্রবেশের অপচেষ্টা, ভিডিও ভাইরাল!

পুলিশের পোশাক পড়ে দুইজন ব্যক্তি লন্ডনের একটি বাড়িতে ঢোকার চেষ্টা করলে ওই বাড়ির মালিক মোবাইলে তা ভিডিও করেন। পরে ভিডিওটি ভাইরাল হলে, ঘটনাটি নিয়ে তদন্তে নেমেছে স্কটল্যান্ড ইয়ার্ড।

 

এই ভিডিওর জবাবে লন্ডন মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) একটি সতর্কতামূলক বিবৃতি জারি করে।

ভিডিওটিতে পুলিশের বেশে দুজন পুরুষকে একটি ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের গায়ে ছিল পুলিশের ব্যবহৃত গাড় রঙের পোশাক, পুলিশের ক্যাপ, হারনেস এবং বেগুনি ডিজপোজেবল গ্লাভস। ভিডিওটি ধারণ করছিলেন এক নারী, এনকাউন্টারের সময় ওই পুরুষ দুইজনকে বারবার আইডি দেখাতে বলছিলেন তিনি।

 

কিন্তু আগন্তুকরা ধমকের সুরে বলেন, তাদের আইডি প্রদর্শনের প্রয়োজন নেই।

 

ভিডিও ক্যামেরার সামনে আগন্তুক দুইজনই তাদের চেহারা ঢাকার চেষ্টা করছিলেন। এরমধ্যে একজন ওই নারীর হাত থেকে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন।

 

এক পর্যয়ে তারা চলে যাওয়ার উদ্যোগ নেয়, কোরিডোর পার হয়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করে। তাদের নেমে যাওয়ার কিছু দৃশ্যও ক্যামেরায় ধরা পড়ে। এসময় উচ্চস্বরে তাদের মধ্যে বিতণ্ডা চলছিল।

 

ভিডিওটি লন্ডনের বাসিন্দাদের মধ্যে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিশেষ করে প্রতিবেশিদের মধ্যে আতংক জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়দের অনেকের মন্তব্যে ভয়ের উদ্বেগ ফুটে উঠেছে। অনেকে আবার ওই নারীর সাহসিকতার প্রশংসা করেন।

 

১৫ অক্টোবর ২০২১
এনএইচ

আরো পড়ুন

কিয়ার স্টারমারের সামনে প্রধান চ্যালেঞ্জ যুক্তরাজ্যের অর্থনৈতিক সংস্কার

অন্য দেশে থেকেও কি বিলেতে বাড়ি কেনা সম্ভব?

সাধারণ নির্বাচনে লেবার পার্টি জেরেমি কর্বিনের জায়গায় নতুন প্রার্থীর সন্ধানে