7.3 C
London
April 24, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

লন্ডনে এক বাংলাদেশিসহ ৩ কিশোরী নিখোঁজ

এক সপ্তাহের ব্যবধানে এক বাংলাদেশিসহ লন্ডনের বিভিন্ন এলাকা থেকে তিনজন স্কুলপড়ুয় কিশোরী নিখোঁজ হয়েছে।

 

রোববার (১০ অক্টোবর) ঢাকা টাইমসের অনলাইন প্রতিবেদনে বলা হয়, বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের স্ট্রাটফোর্ডের সারা বোনেল গার্লস স্কুলের ইয়ার টেনের বাংলাদেশি বংশোদ্ভুত স্কুলছাত্রী হাফিজা নিখোঁজ হয় গত বৃহস্পতিবার (৭ অক্টোবর)। এর আগে গত ১ অক্টোবর শুক্রবার ক্যান্টাবেরি এলাকা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এন্ডিয়া নামের ১৫ বছরের এক কিশোরীকে। এ ঘটনার দুদিন পর এন্ডিয়ার চাচাতবোন ১৬ বছর বয়সী ইজাবেল ওয়েস্ট লন্ডনের হ্যারো এলাকা থেকে নিখোঁজ হয়।

 

পূর্ব লন্ডনের ইস্টহামের বাসিন্দা স্ট্রাটফোর্ডের সারা বোনেল গার্লস স্কুলের ইয়ার টেনের ছাত্রী হাফিজার (১৪) সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন হাফিজার মা আফিয়া বেগম ও বাবা মাওলানা আবদুল করিম। হারানোর সময় হাফিজার গায়ে কালো কোট পরা ছিল। এছাড়া পায়ে ছিল কালো ফিতার বুট জুতা। তার উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি।

 

হাফিজার পারিবারিক সূত্র জানিয়েছে, গত ৭ অক্টোবর স্কুল শেষ করে আর বাড়ি ফেরেনি হাফিজা। তাকে সর্বশেষ টাওয়ার হ্যামলেটস এলাকায় দেখা গেছে। হাফিজার নিখোঁজ সংবাদের বিষয়ে স্থানীয় পুলিশকে জানানো হয়েছে। কেউ হাফিজার খোঁজ পেলে ১০১ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

 

হাফিজার স্কুল থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার হাফিজা স্কুলে আসে, ক্লাস করে। কিন্তু তারপর কী হয়েছে তারা বলতে পারেন না। হাফিজার নিখোঁজে তার পরিবারের মধ্যে বেশ আতঙ্ক তৈরি হয়েছে।

 

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এরই মধ্যে কিশোরীদের ছবি বিভিন্ন জায়গায় দেয়া হচ্ছে। এই কিশোরীদের নিখোঁজের সন্দেহে ৫৪ বছরের একজনকে নর্থ লন্ডন থেকে গ্রেপ্তার করা হয়েছে।

 

তদন্তকারী পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, লন্ডন ও কেন্ট ছাড়াও তারা এই কিশোরীদের খুঁজতে লিসেস্টার ও ডান্ডির বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। আর তাদের এই অভিযানে মেট্রোপলিটন পুলিশের সঙ্গে স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশও কাজ করছে।

 

১০ অক্টোবর ২০২১
এনএইচ

আরো পড়ুন

ব্রেক্সিট চুক্তিতে ঊর্ধ্বমুখী যুক্তরাজ্যের শেয়ার বাজার

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে জুড়িবোর্ডে নৃগোষ্ঠীর প্রভাব হ্রাস নিয়ে গবেষণা প্রকাশ

ব্রিটিশ এয়ারওয়েজের হিথ্রো কর্মীদের বেতন নিয়ে ধর্মঘট