TV3 BANGLA
আন্তর্জাতিক

লন্ডনে মার্কিন দূতাবাসের বাইরে সন্দেহজনক বস্তু, বিস্ফোরণ ঘটালো পুলিশ

যুক্তরাজ্যে মার্কিন দূতাবাসের বাইরে শুক্রবার (২২ নভেম্বর) সন্দেহজনক বস্তু পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ পুলিশের পক্ষ থেকে বলা হয়, ইতোমধ্যে সন্দেহজনক বস্তুটি নিয়ন্ত্রিত পদ্ধতিতে বিস্ফোরণ ঘটানো হয়েছে। লন্ডনে থমাস নদীর দক্ষিণ পাশে সুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত নাইন এলমসে মার্কিন দূতাবাসের অবস্থান।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বলেছে, প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে সন্দেহজনক বস্তুটি ভুয়া যন্ত্র ছিল। তবে এ নিয়ে এখন তদন্ত হবে।

পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লন্ডন পুলিশ জানায়, নাইন এলমস এলাকায় বিস্ফোরণের যে শব্দ পাওয়া গেছে, তা পুলিশের ঘটানো। সন্দেহজনক ওই বস্তুর বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

এছাড়া মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে তবে শুক্রবারের সমস্ত পাবলিক অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়, স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত করেছে এবং দূতাবাসের বাইরে একটি সন্দেহজনক প্যাকেজ সরিয়ে ফেলেছে।

সূত্রঃ রয়টার্স

এম.কে
২৩ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

মণিপুরে বড়োসড়ো হামলার শঙ্কা

গাজাবাসীর জন্য ৫০০০ ফ্রি ভিসা দেবে কানাডা

মিয়ানমারে এক রাজ্যের রাজধানী দখলের পথে বিদ্রোহীরা