লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায় তরুণদের ক্ষমতায়ন ও উন্নয়নে ১৩.৭ মিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। এ তহবিল স্থানীয় তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে ব্যবহার করা হবে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই অর্থায়নের মাধ্যমে শিক্ষামূলক কর্মসূচি, প্রশিক্ষণ, কর্মসংস্থান সহায়তা এবং সৃজনশীল কর্মকাণ্ডে তরুণদের যুক্ত করা হবে। বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ পরিবেশে রয়েছে, তাদের জন্য এই উদ্যোগ নতুন দিক উন্মোচন করবে।
এ বিনিয়োগের মাধ্যমে ক্রীড়া সুবিধা উন্নয়ন, সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগও নেওয়া হচ্ছে। তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে সামাজিক সমস্যাগুলো মোকাবিলা করা এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলাই মূল লক্ষ্য।
স্থানীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও অভিভাবকেরা এ বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, টাওয়ার হ্যামলেটসের তরুণদের সামনে ইতিবাচক সুযোগ সৃষ্টি হলে অপরাধপ্রবণতা হ্রাস পাবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
০৫ সেপ্টেম্বর ২০২৫