24.4 C
London
August 17, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে সাফিয়া খাতুন হত্যাঃ ৪৫ বছরের মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ

পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনে এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে হত্যা মামলার অভিযোগ আনা হয়েছে। তিনি শনিবার (১৬ আগস্ট) থেমস ম্যাজিস্ট্রেটস কোর্টে হাজির হবেন বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।

গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে জরুরি সেবা কর্মীরা রাশিয়া লেনের একটি বাড়িতে পৌঁছে ৭৩ বছর বয়সী সুফিয়া খাতুনকে গুরুতর মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় পান। চিকিৎসকরা ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার তদন্তে নেমে পুলিশ শুক্রবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং পরে তার পরিচয় মিজানুর রহমান হিসেবে নিশ্চিত করে।

মেট পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং বিশেষজ্ঞ কর্মকর্তারা পরিবারকে সহযোগিতা করছেন। শিগগিরই ময়নাতদন্ত সম্পন্ন হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সূত্রঃ বিবিসি

এম.কে
১৭ আগস্ট ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে শিশু হত্যাকারী আরো একজন নার্স চিহ্নিত

জানা গেলো রাজা চার্লসের রাজ্যাভিষেকের তারিখ

ক্রেডিট স্কোর

নিউজ ডেস্ক