TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

লন্ডনে স্বস্তিকাযুক্ত ইসরায়েলের পতাকা টানিয়ে এক ব্যক্তি গ্রেপ্তার

স্বস্তিকা চিহ্নযুক্ত ইসরায়েলের পতাকা লন্ডনের রয়্যাল হলোওয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টানিয়ে রাখার কারণে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ।

 

লন্ডনের বিশ্ববিদ্যালয় রয়্যাল হলোওয়েতে একের পর এক ঘৃণ্য অপরাধের রিপোর্টের পরে পুলিশ পৃথক দুটি ঘটনার বিষয়ে আরো দুই জনকে জিজ্ঞাসাবাদ করছে।

 

অপরাধগুলোর ভিতর একটি হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে স্বস্তিকা চিহ্নযুক্ত ইসরায়েলের পতাকার পোস্টার লাগালো হয়েছে বিভিন্ন স্থানে। পোস্টারগুলো এই সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের সারা ক্যাম্পাসের আশেপাশে সজ্জিত অবস্থায় পাওয়া গেছে।

 

একজন পোস্টারগুলোর একটি ছবি তুলে রয়্যাল হলোওয়ে শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপে পোস্ট করেন।

 

পুলিশ জানিয়েছেন, পোস্টারগুলোর সাথে সম্পৃক্ততার সন্দেহে এনগিলফিল্ড গ্রিনের ২৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন তারা। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তারা।

 

এই সপ্তাহের শুরুতে একই বিশ্ববিদ্যালয়ের পৃথক অপরাধের জন্য আরো দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশ জানিয়েছে, অ্যাগামের এক জন ২১ বছর বয়সী ব্যক্তি এবং এনগেলিফিল্ড গ্রিনের এক জন ১৯ বছর বয়সী নারীকে যথাক্রমে মঙ্গলবার (১৮ মে) এবং বৃহস্পতিবার (২০ মে) গ্রেপ্তার করা হয়েছিল। তারা একটি বিবৃতিতে জানিয়েছেন, আমাদের তদন্ত অব্যাহত আছে।

 

 

সূত্র: ইন্ডিপেনডেন্ট
২২ মে ২০২১
এসএফ

আরো পড়ুন

লন্ডনে স্কুল ও মসজিদে ইসলামবিরোধী গ্রাফিতি এবং ভাঙচুর

২,৪৭,৯০৬ টাকা বেতনে ঢাকার ব্রিটিশ হাইকমিশনে চাকরি

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে দৈনিক গড়ে ১০০ জন কোভিডে মারা যাচ্ছেন