যুক্তরাজ্য ও আয়াল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের সেবা চালু করেছে বাংলাদেশ হাইকমিশন। প্রবাসীদের সরকারি সেবা আরও সহজলভ্য করতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি বার্মিংহাম ও ম্যানচেস্টারে অবস্থিত সহকারি হাইকমিশন থেকেও এ সেবা প্রদান করা হচ্ছে।
জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদনকারীদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। লন্ডনের আবেদনকারীরা বাংলাদেশ হাইকমিশনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। বার্মিংহাম ও ম্যানচেস্টারের প্রবাসীরা তাদের নিজ নিজ সহকারি হাইকমিশনের ওয়েবসাইট থেকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
আবেদনের লিংকগুলো হলো—
লন্ডন: https://bhclondon.org.uk/nid
বার্মিংহাম: https://birmingham.mofa.gov.
ম্যানচেস্টার: https://manchester.mofa.gov.
এই উদ্যোগের ফলে যুক্তরাজ্য ও আয়াল্যান্ডে বসবাসরত বাংলাদেশিরা দেশে না গিয়েই জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারছেন। প্রবাসীদের বিভিন্ন সরকারি ও আইনি কাজে এনআইডি একটি অপরিহার্য নথি হিসেবে ব্যবহৃত হওয়ায় এ সেবা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সূত্রঃ বাংলাদেশ হাই কমিশন
এম.কে
৩০ আগস্ট ২০২৫