10.5 C
London
November 16, 2025
TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)

লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টারে বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র আবেদন সেবা চালু

যুক্তরাজ্য ও আয়াল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের সেবা চালু করেছে বাংলাদেশ হাইকমিশন। প্রবাসীদের সরকারি সেবা আরও সহজলভ্য করতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি বার্মিংহাম ও ম্যানচেস্টারে অবস্থিত সহকারি হাইকমিশন থেকেও এ সেবা প্রদান করা হচ্ছে।

জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদনকারীদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। লন্ডনের আবেদনকারীরা বাংলাদেশ হাইকমিশনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। বার্মিংহাম ও ম্যানচেস্টারের প্রবাসীরা তাদের নিজ নিজ সহকারি হাইকমিশনের ওয়েবসাইট থেকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

আবেদনের লিংকগুলো হলো—

লন্ডনhttps://bhclondon.org.uk/nid

বার্মিংহামhttps://birmingham.mofa.gov.bd/en/site/page/NID

ম্যানচেস্টারhttps://manchester.mofa.gov.bd/en/site/page/NATIONAL-IDENTITY–NID–CARD-3

এই উদ্যোগের ফলে যুক্তরাজ্য ও আয়াল্যান্ডে বসবাসরত বাংলাদেশিরা দেশে না গিয়েই জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারছেন। প্রবাসীদের বিভিন্ন সরকারি ও আইনি কাজে এনআইডি একটি অপরিহার্য নথি হিসেবে ব্যবহৃত হওয়ায় এ সেবা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সূত্রঃ বাংলাদেশ হাই কমিশন

এম.কে
৩০ আগস্ট ২০২৫

আরো পড়ুন

অবশেষে জনতার হাতে আটক রায়হান হত্যার প্রধান অভিযুক্ত এসআই আকবর

অনলাইন ডেস্ক

বাংলাদেশে সরকার পরিবর্তনের ষড়যন্ত্রে জড়িত অভিযোগ, আদালতে রিমান্ডে এনায়েত করিম

নিউজ ডেস্ক

ই-ভিসা সংক্রান্ত বিভ্রান্তি রেখে দেওয়া নিয়ে দাতব্য সংগঠনের উষ্মা প্রকাশ

নিউজ ডেস্ক