26.3 C
London
August 13, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লাইসেন্স ছাড়াই মাছ ধরায় পরিবেশ সংস্থার কাছে নিজেকে রিপোর্ট করলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে মাছ ধরতে গিয়ে প্রয়োজনীয় রড লাইসেন্স ছাড়াই নিয়মভঙ্গ করেছেন। ঘটনাটি জানার পর তিনি নিজেকে পরিবেশ সংস্থার কাছে রিপোর্ট করেছেন এবং তাৎক্ষণিকভাবে লাইসেন্স কিনে নেন।

গত সপ্তাহে কেন্টের চিভনিং হাউসে ভ্যান্স ও তার পরিবারকে আতিথ্য দেন ল্যামি, যেখানে তারা ব্যক্তিগত হ্রদে মাছ ধরেন। ইংল্যান্ড ও ওয়েলসে ১৩ বছর বা তার বেশি বয়সী ব্যক্তির মিঠা পানির মাছ ধরতে লাইসেন্স থাকা বাধ্যতামূলক। যদিও ল্যামি কোনো মাছ ধরতে পারেননি, ভ্যান্স জানিয়েছেন তার সন্তানরা সবাই মাছ ধরেছে।

পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, প্রশাসনিক ত্রুটির কারণে আগে থেকে লাইসেন্স নেওয়া হয়নি। বিষয়টি জানার পর ল্যামি পরিবেশ সংস্থাকে চিঠি লিখে লঙ্ঘনের কথা স্বীকার করেন এবং ব্রিটেনের মৎস্যসম্পদ রক্ষায় তাদের কাজের প্রশংসা করেন। সংস্থাটি নিশ্চিত করেছে, পরে লাইসেন্স ক্রয় সম্পন্ন হয়েছে এবং সব মাছ পানিতে ফিরিয়ে দেওয়া হয়েছে।

ভ্যান্সের এই মাছ ধরার সফর ছিল যুক্তরাজ্যে তার বৃহত্তর ভ্রমণের অংশ। বর্তমানে তিনি স্ত্রী উষা ও তিন সন্তানকে নিয়ে কটসওল্ডসে ছুটি কাটাচ্ছেন, যেখানে পারিবারিক সময়ের পাশাপাশি রাজনৈতিক বৈঠকেও অংশ নিচ্ছেন। সাবেক অর্থমন্ত্রী জর্জ ওসবার্নের ব্যবস্থায় তিনি ১৮শ শতকের জর্জিয়ান বাড়ি ডিন ম্যানরে অবস্থান করছেন, যা ঘিরে এলাকায় কঠোর নিরাপত্তা, সড়ক বন্ধ, পুলিশ চেকপয়েন্ট এবং অস্থায়ী হেলিপ্যাড বসানো হয়।

চার্লবারিতে স্টপ ট্রাম্প কোয়ালিশনের আয়োজিত এক সমাবেশে প্রায় ১০০ জন ভ্যান্সের উপস্থিতির প্রতিবাদ জানান। তারা প্ল্যাকার্ড ও ব্যঙ্গাত্মক কেক নিয়ে বিক্ষোভ করেন, যেখানে তার গর্ভপাত ও এলজিবিটিকিউ+ অধিকারবিষয়ক অবস্থানের সমালোচনা করা হয়।

ভ্যান্স যুক্তরাজ্যে অবস্থানকালে ছায়া বিচার মন্ত্রী রবার্ট জেনরিক, ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলিপ ও রাজনীতিক নাইজেল ফারাজের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের মতে, ল্যামির সঙ্গে তার আলোচনায় ইউক্রেন, গাজা, বাণিজ্য এবং যুক্তরাজ্যের অনলাইন সেফটি অ্যাক্টসহ কয়েকটি আইন নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ উঠে এসেছে।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ল্যামি ও ভ্যান্সের বৈঠক উষ্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভ্যান্সও ল্যামিকে ভালো বন্ধু ও “অত্যন্ত অতিথিপরায়ণ স্বাগতিক” হিসেবে উল্লেখ করেছেন।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
১৩ আগস্ট ২০২৫

আরো পড়ুন

ই-সিগারেট বন্ধ হতে যাচ্ছে যুক্তরাজ্যে

অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক করছে বড় প্রতিষ্ঠানগুলো

গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি চিকিৎসা সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ব্রিটিশ বিএমএ