5.9 C
London
November 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লিডসে ভ্যান চুরি আটকাতে গিয়ে ডেলিভারি ড্রাইভারের মৃত্যু

যুক্তরাজ্যের লিডসে একটি ডেলিভারি ভ্যান ছিনতাইয়ে বাঁধা প্রদান করতে গিয়ে ভ্যান ড্রাইভারের মৃত্যু হয়েছে।
ডেলিভারি ভ্যান চালক তার ভ্যান ছিনতাই হওয়া বন্ধে আপ্রাণ চেষ্টা করেন। উক্ত ঘটনায় হত্যা সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়।

এই সপ্তাহের বুধবার রাতে ক্লোদিউ-ক্যারল কনডোর হতে ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে বৃহস্পতিবার ২৪ বছর বয়সী আরো এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানা যায়।

শেফিল্ডের ৪২ বছর বয়সী মিঃ কনডোর মঙ্গলবার সন্ধ্যায় আর্মলির হাইটস ড্রাইভে মারা গিয়েছিলেন। তথ্যমতে জানা যায়, যখন মিঃ কনডোর ডেলিভারি করছিলেন তখন অ্যালায়েন্স স্ট্রিটে তার সিলভার ফোর্ড ট্রানজিট কার্গো ভ্যান চুরি করার চেষ্টা করা হয়।

গ্রেপ্তার হওয়া পুরুষরা পশ্চিম ইয়র্কশায়ার পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা যায়। তদন্তের স্বার্থে
গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন। অপরাধীকে সহায়তা করার সন্দেহে একজন মহিলাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়।

ডেলিভারি ড্রাইভারদের ওয়ার্কার্স ইউনিয়ন জানায়, “এই ঘটনাটি প্রমাণ করে ডেলিভারি ড্রাইভারদের জীবন কতোটুকু ঝুঁকিপূর্ণ”।

একজন মুখপাত্র বলেছেন, ” ডেলিভারি ড্রাইভাররা আমাদের আধুনিক অর্থনীতির অদম্য নায়ক। তারা প্রয়োজনীয় পণ্য সামগ্রী আমাদের বাড়িঘরে পৌঁছে দেন। তারা প্রায়শই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কাজ করেন। এই সাহসী ডেলিভারি ড্রাইভারের মৃত্যু একটি হৃদয় বিদারক ঘটনা।

উল্লেখ্য যে, মিঃ কনডোরের পরিবারের জন্য তার সহকর্মীরা দশ হাজার পাউন্ডের ফান্ড সংগ্রহ করেছেন।
তার আকস্মিক মৃত্যুতে তার পরিবার যেন বিপর্যয় হতে রক্ষা পায় তাই এই ফান্ড সংগ্রহ করা হয়েছে বলে জানা যায়।

সূত্রঃ বিবিসি

এম.কে
২৩ আগস্ট ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্যে লেবার পার্টির প্রতি সমর্থন কমছে এশিয়ান ও কৃষ্ণাঙ্গ ভোটারদের

২০২০ সালে ব্রিটেনের এক-চতুর্থাংশ মৃত্যু এড়ানো সম্ভব ছিল!

যুক্তরাজ্যের মন্ত্রীকে শাস্তি দিলো আদালত