6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লেবার পার্টি ক্ষমতায় আসলে দ্বি-শিশু বেনিফিট ক্যাপ বাতিল করা উচিতঃ আর্চবিশপ

যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার জানিয়েছিলেন, লেবার পার্টি ক্ষমতায় গেলে তারা দুই সন্তানের বেনিফিট ক্যাপ তুলবে না। ক্যানটারবেরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি লেবার পার্টির নেতার সমালোচনা করে বলেন, লেবার পার্টর নেতার এই সিদ্ধান্ত আমার পছন্দ হয় নাই।

শ্যাডো হেলথ সেক্রেটারি ওয়েস স্ট্রিটিং ক্যানটারবেরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবির প্রশংসা করেছেন। তিনি বলেন, এই জাতীয় বিষয়ে কথা বলাই “আক্ষরিক অর্থে আর্চবিশপের কাজ”।

ওয়েলবি দ্য অবজারভারকে জানান ২০১৭ সালে প্রবর্তিত দ্বি-শিশু বেনিফিট ক্যাপটি একটি পরিবারের প্রথম দুটি বাচ্চাকে বেনিফিটের আওতায় নিয়ে আসা হয়। যা সমাজ হিসাবে আমাদের মূল্যবোধকে প্রশ্নের মুখে ফেলেছে। লেবার পার্টি নির্বাচনে জিতলে এই আইন বাতিল করা উচিত।

শ্যাডো হেলথ সেক্রেটারি ওয়েস স্ট্রিটিং বলেন আর্চবিশপ বলেছেন তিনি ক্যাপটি পছন্দ করেন নাই। তিনি বলেন, আর্চবিশপের দাবি এই ক্যাপের কারণে কয়েক হাজার পরিবারকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। আবার শ্যাডো হেলথ সেক্রেটারি এইকথাও বলেছেন যে, কীভাবে সন্তানের বেনিফিট ক্যাপ তুলতে অর্থায়ন করা হবে তা পরিষ্কার করা না পর্যন্ত লেবার পার্টি ক্যাপ তুলে দেয়ার প্রতিশ্রুতি দিতে পারে না। যদিও পরিষ্কারভাবে স্ট্রিটিং বলেছেন ওয়েলবি এই জাতীয় মতামত প্রকাশ করার পুরোপুরি অধিকার রাখেন।

স্ট্রিটিং আরও যোগ করেছেন, ” আমি আর্চবিশপকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিই। যদি আমরা পরবর্তী সাধারণ নির্বাচনে সরকারে থাকার সৌভাগ্য অর্জন করি তাহলে দারিদ্র্যতা হ্রাস করার সর্বাত্মক চেষ্টা করবে কনজারভেটিভ সরকার।”

উল্লেখ্য যে ২০১৭ সালে প্রবর্তিত দ্বি-শিশু ক্যাপটি বেশিরভাগ পরিবারের প্রথম দুটি বাচ্চাকে চাইল্ড ট্যাক্স ক্রেডিট প্রদানের কথা বলে যা ইউনিভার্সেল ক্রেডিটে সীমাবদ্ধতা আনয়ন করে। এর অর্থ দাঁড়ায় পরিবারে দুই শিশুর পর অতিরিক্ত শিশুর জন্য বছরে প্রায় ৩,২০০ পাউন্ড দাবি করতে বাঁধা প্রদান করে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২০ মে ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্যে আবহাওয়া পূর্বাভাসে হলুদ সতর্কবার্তা জারি

বার্মিংহামে ১৯ ডিসেম্বর বিজয় মেলার আয়োজন

ব্রিটিশ আটককেন্দ্রে নির্যাতন ও বর্ণবাদের শিকার অভিবাসীরা