2.2 C
London
November 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লেবার সাংসদ জেস আথওয়ালকে পদত্যাগের আহ্বান জানিয়েছে এলআরইউ

লন্ডন রেন্টার্স ইউনিয়ন (এলআরইউ) লেবার সাংসদ জেস আথওয়ালকে তার প্রপার্টিতে পিঁপড়ার আক্রমণের কারণে সংসদ হতে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে।

এই জুলাইয়ে নির্বাচনে জেস আথওয়াল আইলফোর্ড দক্ষিণ হতে লেবার পার্টি হতে সাংসদ নির্বাচিত হন।

রেডব্রিজ কাউন্সিলের ওয়েবসাইট অনুসারে মিঃ আথওয়ালের সাতটি ফ্ল্যাটের ব্লক ভাড়া দেওয়ার জন্য একটি লাইসেন্সের প্রয়োজন।

কাউন্সিলের পাবলিক লাইসেন্স রেজিস্টারে অনুসন্ধানে ইঙ্গিত দেয় যে জেস আথওয়ালের সাতটি প্রপার্টির কোনোটিরই লাইসেন্স নেই। বিবিসির অনুসন্ধানেও সাতটি প্রপার্টির লাইসেন্স নেই বলে জানা যায়।

এলআরইউ রেডব্রিজ কাউন্সিলকেও লিখেছে “হাউজিং আইন লঙ্ঘন” করার জন্য সঠিক তদন্ত হওয়া উচিত।

আইলফোর্ড দক্ষিণের এমপি জানান তিনি অসুস্থ ছিলেন বিধায় সম্পত্তিগুলি পরিচালনা করা এবং এজেন্সির পরিষেবা ব্যবহার বন্ধ করে দিয়েছিলেন।

সোমবারে এই বিষয়ে প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার বলেন, “ এটি কোনো ভাল লক্ষণ নয় একজন বাড়িওয়ালার জন্য। এই ঘটনাটি অগ্রহণযোগ্য এবং আমি এ সম্পর্কে দ্রুত পরিষ্কার হতে চাই। আইন যিনি ভেঙ্গেছেন তিনি লেবার সাংসদ কিনা সেটা আমার কাছে বিবেচ্য নয়।”

বিবিসি নিউজ আরও জানতে পেরেছে যে মিঃ আথওয়ালের ফ্ল্যাটে নোংরা এবং ত্রুটিযুক্ত অন্ধকারাচ্ছন্ন অবস্থায় রেখেছিলেন যেখানে ফায়ার অ্যালার্মও নেই।

মিঃ আথওয়ালও স্বীকার করেছেন নিয়েছেন যে তার ফ্ল্যাট সমূহে রেডব্রিজ কাউন্সিল হতে প্রয়োজনীয় লাইসেন্স নেওয়া হয় নাই।

এলআরইউর মুখপাত্র হেস্টার সুলিভান বলেছেন, “আথওয়াল তার ভাড়াটেদের বিপজ্জনক অবস্থার মুখোমুখি করেছেন। লাইসেন্সিংয়ের বিষয়ে তিনি আইন ভঙ্গ করেছেন, যা ভাড়াটে সুরক্ষা ব্যবস্থার মূল অঙ্গ।”

শনিবার, রেডব্রিজ কাউন্সিলের কনজারভেটিভ নেতা পল কানালও মিঃ আথওয়ালকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। তাছাড়া রেডব্রিজ কাউন্সিলের অফিসারদের সঠিক তদন্তের আহ্বান জানান।

কাউন্সিলের একজন মুখপাত্র বলেছেন, কাউন্সিলের লাইসেন্সিং স্কিমের জন্য প্রত্যেক প্রপার্টি মালিক ন্যায্য ও ধারাবাহিক প্রক্রিয়াতে প্রতিশ্রুতিবদ্ধ। ভাড়াটেদের যথাযথ ব্যবস্থা করে দেয়া প্রপার্টি মালিকের দায়িত্ব।

সূত্রঃ বিবিসি

এম.কে
০৩ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়ে টরি এমপি গ্রেফতার

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের মন্ত্রীকে শাস্তি দিলো আদালত

যুক্তরাজ্য জুড়ে আগের চেয়ে অনেক বেশি শিশু দারিদ্র্যের মধ্যে বসবাস করছেঃপরিসংখ্যান