TV3 BANGLA
বাংলাদেশ

শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডঃ দুবাইয়ে বসে জামায়াতকে দায়ী করল ফয়সল

বাংলাদেশে প্রকাশ্যে সংঘটিত শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ড ঘিরে দেশজুড়ে তীব্র তোলপাড় সৃষ্টি হয়েছে। তদন্তে উঠে আসে, হত্যার সময় ধারণ করা ভিডিও ফুটেজে মোটরসাইকেলে থাকা এক ব্যক্তিকে গুলি করতে দেখা যায়, যাকে পরবর্তীতে ফয়সল করিম মাসুদ হিসেবে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পরপরই ফয়সল বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় বলে তদন্তকারীরা নিশ্চিত করেন।

 

তদন্তে আরও জানা যায়, ফয়সল করিম মাসুদ প্রথমে বাংলাদেশ থেকে ভারত পালিয়ে যায় এবং সেখান থেকে দুবাইয়ে অবস্থান নেয়। এই মামলার প্রেক্ষিতে তার পরিবারের একাধিক সদস্যকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ।

গ্রেফতারকৃতরা ইতোমধ্যে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

হত্যাকাণ্ডের পাশাপাশি ফয়সল করিম মাসুদের আর্থিক কর্মকাণ্ডও তদন্তের আওতায় আসে। তদন্তকারী কর্মকর্তাদের দাবি, তার ব্যাংক স্টেটমেন্টে কয়েক শত কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া বিপুল অঙ্কের কয়েক শত কোটি টাকার চেক জব্দ করা হয়েছে, যা মামলাটিকে আরও জটিল করে তুলেছে।

এমন পরিস্থিতিতে ভারতের নিউজ ১৮ টেলিভিশন একটি ভিডিও প্রচার করে, যেখানে দুবাইয়ে অবস্থানরত ফয়সল করিম মাসুদ নিজেকে নিরপরাধ দাবি করেন। ভিডিও বক্তব্যে তিনি শহীদ ওসমান হাদী হত্যার দায় জামায়াতে ইসলামী’র ওপর চাপান এবং বলেন, তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হচ্ছে।

ফয়সল করিম মাসুদ আরও দাবি করেন, তার ব্যাংক একাউন্টে থাকা অর্থ অবৈধ নয়; বরং তা তার নিজস্ব ব্যবসা ও পরিশ্রমের মাধ্যমে উপার্জিত। তিনি বলেন, এসব আয়ের বিপরীতে তিনি নিয়মিত বাংলাদেশ সরকারকে ট্যাক্স প্রদান করেছেন। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের গ্রেফতারের ঘটনাকে অন্যায় ও অমানবিক উল্লেখ করে সুষ্ঠু বিচার দাবি করেন।

তবে এই ভিডিও প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়। বহু মানুষ প্রশ্ন তুলেছেন, অল্প বয়সে একজন ব্যক্তি কীভাবে কয়েক শত কোটি কিংবা হাজার কোটি টাকার লেনদেন করতে পারেন, সে বিষয়ে ফয়সলের বক্তব্যে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই। কেউ কেউ মন্তব্য করেন, বড় কোনো প্রকল্প বা বিল ছাড়া এতো বিপুল অঙ্কের অর্থ আয় করা বাস্তবসম্মত নয়।

অনেকে আবার সন্দেহ প্রকাশ করে বলেন, এত অল্প বয়সে হাজার কোটি টাকার কাজ পাওয়ার মতো সক্ষমতা বা দৃশ্যমান ব্যবসায়িক ইতিহাস ফয়সল করিম মাসুদের আছে কি না, তা স্পষ্ট নয়। এসব প্রশ্ন ভিডিও বক্তব্যকে আরও বিতর্কিত করে তুলেছে।

এদিকে বাংলাদেশ সরকার শহীদ ওসমান হাদী হত্যার মূল অভিযুক্তকে গ্রেফতারের লক্ষ্যে আন্তর্জাতিক পর্যায়ে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং সব প্রমাণ ও আর্থিক লেনদেন খতিয়ে দেখে দোষীদের আইনের আওতায় আনা হবে।

সূত্রঃ নিউজ ১৮

এম.কে

আরো পড়ুন

নববর্ষের শোভাযাত্রায় ফিলিস্তিনের জন্য গাইবেন দেশের ২০০ ব্যান্ড তারকা

আন্দোলনকারীদের দখলে গণভবন

নাকে খত দিয়ে বাংলাদেশিদের কাছে ক্ষমা চাইছে ভারতীয় ব্যবসায়ীরা!