9.2 C
London
April 3, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর, সংসদ সদস্যের কার্যালয়ে আগুন

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চট্টগ্রামের বাসায় হামলা হয়েছে। এই সময় বাসার সামনে থাকা দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং এর একটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

শিক্ষামন্ত্রীর চশমা হিলের ওই বাসভবনে থাকতেন মহিবুলের বাবা সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরী।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রাম নগরের চশমা হিলে এই ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে এই হামলা হয় বলে অভিযোগ। তবে অভিযোগ অস্বীকার করেন ছাত্র আন্দোলনের নেতারা। হামলার সময় মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বাড়িতে ছিলেন না। তার পরিবারের সদস্যরা বাসায় ছিলেন।

এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম নগরের লালখান বাজারে চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিনের কার্যালয়েও হামলা হয়। হামলার সময় কার্যালয়ে আগুন দেওয়া হয়। এছাড়া নগরের নিউমার্কেট, টাইগারপাস, জিইসি মোড়ে পুলিশ বক্স ভাঙচুর করা হয়। চট্টগ্রামে রাজনৈতিক নেতাদের অফিস ও বাসভবনে হামলায় স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন বলে স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে জানা যায়।

এম.কে
০৩ আগস্ট ২০২৪

আরো পড়ুন

৩১ ডিসেম্বর জুলাই বিপ্লব ঘোষণা দেবেন সমন্বয়করা

ঢাকার বেওয়ারিশ কুকুরের ব্যবস্থাপনা করবে কে?

‘নতুন বাংলাদেশে’ আমার মা-বাবার হত্যার বিচার চাইঃ মেঘ