12.5 C
London
April 6, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

শুল্ক সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কথা বলবেন ড. ইউনূস

বাংলাদেশের রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপ ইস্যুতে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংশ্লিষ্ট উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যানসহ বিশেষজ্ঞরা এই বৈঠকে অংশ নেন।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক হয়। বৈঠকে সমস্যা সমাধানে সরকারের সম্ভাব্য করণীয় নিয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে প্রয়োজনীয় পণ্যের আমদানি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টিটিভ ড. খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সাংবাদিকদের বৈঠকের বিষয় অবহিত করেন।

খলিলুর রহমান বলেন, আমরা শিগগিরই কিছু ব্যবস্থা নেবো। ভয় পাওয়ার আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা ব্যবস্থা নিচ্ছি। তিনি বলেন, প্রধান উপদেষ্টা সময়মতো উদ্যোগ নিয়েছেন।

তিনি বলেন, এটা আকস্মিক কোনো বিষয় নয়। সরকার এ বিষয়ে প্রস্তুত ছিল। ফ্রেব্রুয়ারির শুরুতে প্রধান উপদেষ্টা আমাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন। আমি সেই অনুযায়ী দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, ট্রেড ও এগ্রিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে যোগাগোগ করেছি।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা করছি। করণীয় বুঝার চেষ্টা করছি। বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে প্রতিযোগী দেশের চাইতে ভাল অবস্থানে যাওয়ার চেষ্টা করছি।

তিনি বলেন, আমদানি বৃদ্ধির মাধ্যমে ঘাটতি কমানো যেতে পারে। যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন, শিল্পপণ্য, জ্বালানি পণ্য ও শিল্পের উপকরণ, তুলা আমদানি হয়ে থাকে।

প্রয়োজনীয় এসব পণ্য আমদানি বৃদ্ধির মাধ্যমেই বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা করবো। আমাদের ধারণা এতে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হবো না। আমাদের যেসব দেশ প্রতিযোগী তাদের ট্যারিফ বেশি। আমাদের পণ্যের বৈচিত্র অনেক ভাল। ভারত-পাকিস্তানের শুল্ক কম হলেও তাদের চেয়ে আমাদের শিল্পের অবস্থা ভাল। আমরা মনে করি এটা আমাদের জন্য একটা সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।

বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া, বিশ্বব্যাংকের পরামর্শক অর্থনীতিবিদ জাহিদ হোসেন, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান জায়েদী সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

এম.কে
০৫ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

আওয়ামী লীগ সরকার ক্ষমতা আঁকড়ে রাখতে গণঅভ্যুত্থানে নৃশংসতা চালিয়েছিলঃ জাতিসংঘ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে ভারতের কোন শত্রু নেইঃ শশী থারুর

ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনের ডাকে সিলেটে গণজমায়েত

অনলাইন ডেস্ক