11.4 C
London
October 5, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি তুললেন ভারতের সংসদ সদস্য

ভারতের হায়দরাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, যদি সরকার সত্যিই অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে চায়, তাহলে সেই প্রক্রিয়া শুরু করা উচিত শেখ হাসিনাকে দিয়ে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ২০২৪ সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন বলে উল্লেখ করেন তিনি। ওয়াইসি প্রশ্ন তোলেন, “কেন তাকে ভারতে রাখা হচ্ছে? তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক।”

বৃহস্পতিবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আয়োজিত আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে ওয়াইসি বলেন, ভারতের উচিত বাংলাদেশের ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনকে গ্রহণ করা এবং বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। তিনি অভিযোগ করেন, ভারতে অবস্থান করেও শেখ হাসিনা বিভিন্ন ধরণের বিবৃতি দিয়ে পরিস্থিতি জটিল করে তুলছেন।

তিনি একই সঙ্গে অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদের বাংলাভাষী দরিদ্র মানুষদেরকে যাচাই ছাড়াই নো ম্যানস ল্যান্ডে পাঠানো হচ্ছে। ওয়াইসির প্রশ্ন, “বাংলা বললেই কি সে বাংলাদেশি হয়ে যায়? এ থেকেই বোঝা যায় কী ধরনের বিদেশাতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।” তিনি আরও বলেন, পুলিশ কীভাবে সাধারণ মানুষকে বন্দি শিবিরে পাঠানোর দায়িত্ব পেল? সবাই যেন হঠাৎ পাহারাদার হয়ে উঠেছে।

ওয়াইসি সতর্ক করে দেন, বিহারে বর্তমানে বিশেষ পুনর্বিবেচনা (স্পেশাল রিভিশন–এসআইআর) প্রক্রিয়া চলছে। এর মাধ্যমে অনেক বৈধ নাগরিক, বিশেষ করে ভোটার তালিকাভুক্ত ভারতীয়রা বাদ পড়ার ঝুঁকিতে আছেন। তিনি দাবি করেন, এর আগের নির্বাচনে তার দলের অভিজ্ঞতাও ছিল একই রকম। যদি এসআইআর বাস্তবায়ন হয় এবং বৈধ ভোটারদের নাম বাদ পড়ে, তাহলে তাদের নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে।

সূত্রঃ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এম.কে
২৩ আগস্ট ২০২৫

আরো পড়ুন

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ হলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলের অপসারণ চেয়ে পিটিশন