13.4 C
London
October 31, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

শেখ হাসিনার ছবিতে ‘হা হা রিঅ্যাক্ট’, ছাত্রদল কর্মীদের পেটাল ছাত্রলীগ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবিতে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়ায় ছাত্রদলের তিন কর্মীকে পিটিয়ে আহত করেছে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। পিরোজপুরের নেছারাবাদের জুলুহার বাজারে রবিবার (২৪ নভেম্বর) সকালে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত ছাত্রদলকর্মী সিয়াম শেখ অভিযোগ করে বলেন, জুলুহার গ্রামের আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের ছেলে রিয়াদ ফেসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট করে। সেই ছবিতে আমরা হা হা রিঅ্যাক্ট দিয়েছিলাম।

এ কারণে আজ (রবিবার) সকালে জুলুহার বাজারে রিয়াদ, সিয়াম, ফারজুসহ ১০-১২ জন ছাত্রলীগের লোকজন লোহার রড দিয়ে আমাদের ওপর হামলা চালায়।

এ হামলায় সিয়াম ছাড়াও আহত হয়েছেন ছাত্রদলকর্মী মো. হাসান এবং রিয়ান। অন্যদিকে অভিযুক্তরা হলেন- উপজেলার জুলুহার গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে মো. রিয়াদ, মজিবুর রহমানের ছেলে সিয়াম এবং ফারুক হোসেনের ছেলে ফারজু। অভিযুক্তরা সবাই সমুদয়কাঠি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সক্রিয় ছাত্রলীগকর্মী।

হামলার বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগকর্মীদের বক্তব্য পাওয়া না গেলেও মারামারির বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

তিনি বলেন, সকালে দুই দল বাজারে মারামারি করেছে বলে জানতে পেরেছি। শুনেছি ছাত্রলীগের ছেলেরা ফেসবুকে নাকি শেখ হাসিনার ছবি ছেড়েছিল। ছাত্রদলের ছেলেরা তাতে হা হা রিঅ্যাক্ট দেওয়া নিয়ে ঘটনা ঘটেছে।

এম.কে
২৪ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় ভারত-বাংলাদেশ

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব নিয়ে নতুন বিতর্ক

জগন্নাথপুরে আইইএলটিএস পাস করলেই ১৫-২০ লাখ টাকার ‘চুক্তিভিত্তিক বিয়ে’