2.7 C
London
January 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

শ্রীলঙ্কার নির্বাচনে ঐতিহাসিক ঘটনা, ‘দ্বিতীয় গণনা’ হচ্ছে ভোট

ইতিহাসে প্রথমবারের মতো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট ‘দ্বিতীয় গণনা’-তে গড়িয়েছে। যেসব প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিয়েছেন তাদের মধ্যে কেউ মোট ভোটের ৫০ শতাংশ এককভাবে পাননি। তাই এখন দ্বিতীয় গণনা চলছে।

দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে একজন ভোটার মোট তিনজন প্রার্থীকে বেছে নিতে পারেন। যারমধ্যে থাকে প্রথম পছন্দ, দ্বিতীয় পছন্দ ও তৃতীয় পছন্দ।

প্রথম পছন্দকে ভোট হিসেবে গণনা করা হয়। যদি নির্বাচনে কোনো প্রার্থী এককভাবে সর্বনিম্ন ৫০ শতাংশ ভোট না পান তখন দেখা হয় তাকে কতজন ভোটার তাদের দ্বিতীয় ও তৃতীয় পছন্দ হিসেবে ভোট দিয়েছেন। সেগুলোও পরবর্তীতে ওই নির্দিষ্ট প্রার্থীর ভোট হিসেবে গণনা করা হয়।

এর আগে শ্রীলঙ্কার ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটেনি। যতবারই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে ততবারই প্রথমধাপে একজন প্রার্থী ৫০ শতাংশ বা তারও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়ে গেছেন।

এবারের নির্বাচনের প্রথম গণনায় দেখা গেছে বামপন্থি রাজনীতিবিদ অনুরা কুমার দিসানায়কে পেয়েছেন ৪২ দশমিক ৩১ শতাংশ ভোট। বিরোধী দলীয় সাজিথ প্রেমাদাসা পেয়েছেন ৩২ দশমিক ৭৬ শতাংশ ভোট। এ দুজন বাদে বাকি সব প্রার্থীকে ‘বাতিল’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

শ্রীলঙ্কার নির্বাচন কমিশন জানিয়েছে, অনুরা কুমার এবং সাজিথ প্রেমাদাসা বাদে যেসব প্রার্থী নির্বাচন থেকে ‘বাতিল’ হয়ে গেছেন— সেসব ‘বাতিল’ প্রার্থীর ব্যালটে দেখা হবে অনুরা এবং সাজিথকে দ্বিতীয় ও তৃতীয় পছন্দে কত মানুষ ভোট দিয়েছেন। এই গণনা শেষে সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে নির্বাচিত হিসেবে ঘোষণা করা হবে।

বিশ্বের অন্যান্য দেশে দেখা যায় যদি কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট না পান তখন পরবর্তীতে রানঅফ নির্বাচন হয়। এই রানঅফে প্রথম ও দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। যাদের মধ্যে পরবর্তীতে যে কোনো একজনকে ভোট দেন ভোটাররা। কিন্তু শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের পদ্ধতিটি আলাদা।

সূত্রঃ বিবিসি

এম.কে
২২ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

মালয়েশিয়ার স্টোরে মোজায় আল্লাহর নাম, ৮৮ লাখ ডলারের মামলা

হিজবুল্লাহ প্রধানকে হত্যা, এবার ‘লুকালেন’ খামেনি

মুসলিম পুরুষদের চার বিয়ের অধিকার আছেঃ বোম্বে হাইকোর্ট