TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

সংঘবদ্ধ চুরি চক্রের বিরুদ্ধে লন্ডনে ব্যাপক অভিযান, মেয়র সাদিক খানের কঠোর বার্তা

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ রাজধানীজুড়ে সংঘবদ্ধ দোকান চুরি চক্রের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে চোরাই পণ্য উদ্ধার করেছে। স্কটল্যান্ড ইয়ার্ড একে “দোকান চুরির বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে বড় অভিযান” হিসেবে ঘোষণা করেছে।

দুই দিনব্যাপী এই অভিযানে পুলিশ শহরজুড়ে ১২০টিরও বেশি দোকানে তল্লাশি চালায়। সন্দেহ করা হচ্ছিল, এসব দোকানে বড় খুচরা বিক্রেতাদের চুরি হওয়া পণ্য কম দামে বিক্রি করা হচ্ছিল। অভিযানে তাৎক্ষণিকভাবে নয়টি দোকান বন্ধ করে দেওয়া হয় এবং মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।

মেট পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া পণ্যের মধ্যে রয়েছে লেগো সেট, প্রসাধনী সামগ্রী, ইলেকট্রনিক গ্যাজেট, ব্র্যান্ডেড খাবারদ্রব্য এবং আরও বহু আইটেম— যেগুলোর সম্মিলিত বাজারমূল্য কয়েক লক্ষ পাউন্ড। উদ্ধার পণ্যের তালিকায় রয়েছে লিডল-এর নিজস্ব ব্র্যান্ডের মধু, চাল, ময়দা, লেমন কার্ড, পাশাপাশি নেসপ্রেসো কফি ক্যাপসুল, স্টারবাকস ট্রাভেল মগ এবং ওয়াটারস্টোনসের ছাতা।

অভিযানের নেতৃত্ব দেওয়া সুপারিনটেনডেন্ট লুক ব্যালডক বলেন,

“আমরা গ্রেফতার করেছি, বিপুল পরিমাণ চোরাই মাল উদ্ধার করেছি এবং জরুরি ভিত্তিতে দোকান বন্ধ করেছি। এখন আদালতের সহায়তা প্রয়োজন যাতে স্থায়ীভাবে এই অবৈধ দোকানগুলো বন্ধ রাখা যায়।”

অভিযানে টার্গেট করা দোকানগুলোর মধ্যে একটি মোবাইল ফোন শপে দেয়ালের পেছনে গোপন কক্ষ থেকে প্রায় ২,০০০টি চোরাই মোবাইল ফোন এবং আনুমানিক ৫০,০০০ পাউন্ড মূল্যের গেমিং কনসোল উদ্ধার করা হয়। ওই দোকানের সঙ্গে জড়িত সাতজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে।

গ্রেফতার হওয়া ৩২ জনের বিরুদ্ধে চোরাই মাল হস্তান্তর, মাদক সংশ্লিষ্ট অপরাধ ও অভিবাসন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। তবে বেশিরভাগ আসামিকেই জামিনে মুক্তি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে স্কটল্যান্ড ইয়ার্ড।

লন্ডনের মেয়র স্যার সাদিক খান এই অভিযানকে স্বাগত জানিয়ে বলেন,

“এই অভিযান একটি স্পষ্ট বার্তা দেয়— আপনি যদি দোকান চুরি করেন বা চোরাই পণ্য কেনাবেচা করেন, তাহলে বিচারের মুখোমুখি হবেন। লন্ডনবাসীর নিরাপত্তার জন্য আমরা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাব।”

অভিযানের পর স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, রাজধানীজুড়ে সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে নজরদারি ও ভবিষ্যৎ অভিযান আরও জোরদার করা হবে, যাতে লন্ডনবাসী নিরাপদে থাকতে পারেন এবং স্থানীয় ব্যবসায়ীরা সুষ্ঠু প্রতিযোগিতার সুযোগ পান।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

টাওয়ার হ্যামলেটে এক পাব’কে ‘জোরে পপ মিউজিক’ বাজানোর জন্য জরিমানা

নিউজ ডেস্ক

স্টর্ম ইওইন সর্বশেষঃ ঝোড়ো বাতাসে ব্রিটেনে একজনের মৃত্যু

ব্র‍্যাডফোর্ড ক্যাম্পাসে নারী হয়রানি নিত্যদিনের ঘটনা!

অনলাইন ডেস্ক