15.3 C
London
September 10, 2025
TV3 BANGLA
বাংলাদেশসিলেট

সন্ধ্যার পর অচল সিলেটঃ বিদ্যুৎ বিভ্রাটে জনদুর্ভোগ চরমে

যান্ত্রিক ত্রুটির কারণে দেশের একাধিক বিদ্যুৎকেন্দ্র হঠাৎ করেই বন্ধ হয়ে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে সিলেট অঞ্চলে। সোমবার সন্ধ্যা থেকে নগরের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ নেই, ফলে পুরো নগরী যেন এক অচেনা অন্ধকারে ঢেকে গেছে।

হঠাৎ করে বিদ্যুৎ না থাকায় সিলেটের ব্যস্ততম সড়কগুলোতে জনচলাচল একেবারেই কমে যায়। শহরের দোকানপাট ও ব্যবসা-বাণিজ্য আগেভাগেই বন্ধ হয়ে যায়। এমনকি নগরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও জরুরি বিদ্যুৎ ব্যবস্থা ছাড়া কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে।

বাসিন্দারা জানিয়েছেন, বিকল বিদ্যুৎকেন্দ্রগুলো চালু না হওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। এতে সাধারণ মানুষের পাশাপাশি ছাত্রছাত্রীদের পড়াশোনা ও ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা গেছে, একাধিক কেন্দ্রের যান্ত্রিক সমস্যা সমাধানে প্রকৌশলীরা কাজ করছেন। তবে কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময় জানানো সম্ভব হয়নি।

অন্ধকারে ডুবে যাওয়া নগরী ইতোমধ্যেই ভুতূড়ে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। তাদের দাবি, জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ চালু না হলে সিলেটের দৈনন্দিন জীবন ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১০ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

থাকেন সিঙ্গাপুর, চাকরি কিশোরগঞ্জের স্কুলে!

হোম অফিসকে যেভাবে আনন্দময় করে তুলতে পারবেন

অনলাইন ডেস্ক

ঢাকার রাস্তায় যান চলাচল কম, আন্দোলনে সহমর্মিতা জানিয়ে রাস্তায় স্থানীয় বাসিন্দারা