14.8 C
London
May 9, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

সব মামলায় খালাস পেলেন তারেক রহমান

হত্যা মামলা থেকে দায়মুক্তি দিতে ঘুষ লেনদেনের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আটজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এই রায় ঘোষণা করেন। এর ফলে বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা বাকি থাকলো না। বিএনপির আইনজীবীরা জানিয়েছেন, এখন দেশে ফিরে রাজনীতি করতে তার আর কোনো আইনি বাধা নেই।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবাহান সানভীরকে দায়মুক্তি দিতে ২১ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এ ঘটনায় মামলা করেছিল।

বিএনপির আইনজীবী বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান, দুদক আসামিদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি। ফলে আদালত তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেন।

এই রায়ের মাধ্যমে তারেক রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতে আর কোনো মামলা থাকলো না। বিএনপির আইনজীবীরা বলছেন, এখন তিনি দেশে ফিরে সরাসরি রাজনীতিতে অংশ নিতে পারবেন।

এম.কে
২০ মার্চ ২০২৫

আরো পড়ুন

আবদুস সোবহান গোলাপকে গ্রেপ্তার

প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন হবে ‘যমুনা’

নিউজ ডেস্ক

ভাইরাল শেখ হাসিনার পদত্যাগপত্রটি ভুয়া দাবি আওয়ামী লীগের