TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশ

সমুদ্রপথে ইউরোপে পাড়ি দেয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশিরা

এই বছর এখন পর্যন্ত সমুদ্রপথে ইউরোপে পাড়ি দেয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশিরা৷ অনেক অভিবাসনপ্রত্যাশী অত্যাচার বা সংঘর্ষ এড়াতে দেশ ছাড়েন বলে সংবাদমাধ্যমকে জানান।

২০১৭ সাল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আসা মানুষদের তালিকায় বেশিরভাগ সময়েই শীর্ষস্থানে রয়েছেন বাংলাদেশি অভিবাসীরা৷ অথচ, এই পথটি বিশ্বে সবচেয়ে বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়৷

২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে বাংলাদেশিদের স্থান তৃতীয়৷ মালি এবং সেনেগালের পরেই রয়েছে দেশটির নাম৷

মার্চে এনজিও ইমার্জেন্সি-এর লাইফ সাপোর্ট সার্চ-অ্যান্ড-রেসকিউ জাহাজে সমুদ্র উদ্ধার অভিযানে উদ্ধার হওয়া অভিবাসীদের বেশিরভাগই বাংলাদেশি৷ উদ্ধার হওয়া ৭১ জনের মধ্যে প্রায় ৬০ জন ছিলেন বাংলাদেশি৷

উদ্ধারকৃত বাংলাদেশিরা জানান তারা কাজের খোঁজে ইউরোপ পৌঁছাতে সমুদ্রপথে পাড়ি দিতেই লিবিয়াতে এসেছেন৷ তারা বলেন, লিবিয়ায় মানব পাচারকারীদের সঙ্গে তারা যোগাযোগ করেন৷ তারপর দুবাই এবং মিশরের মতো দেশে বিরতি নিয়ে গন্তব্যে রওনা দেন৷

সূত্রঃ রয়টার্স

এম.কে
১৩ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

ইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু

দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট দিতে নতুন উদ্যোগ

লন্ডনে করোনায় মসজিদের ইমামসহ ৯ বাংলাদেশির মৃত্যু