সরকার আজ একটি নজিরবিহীন সিদ্ধান্তে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। একইসঙ্গে দলটির সাথে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম পেজ ও ডিজিটাল প্ল্যাটফর্মসমূহ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।
সরকারি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “জাতীয় নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং দেশের সাংবিধানিক শাসন বজায় রাখার স্বার্থে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত ও ডিজিটাল মাধ্যমের প্রচার-প্রচারণা বন্ধ করা হয়েছে।”
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) যৌথভাবে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম চিহ্নিত করে বাতিল বা ব্লক করার উদ্যোগ নিচ্ছে।
এই সিদ্ধান্তের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। দলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে অনানুষ্ঠানিক সূত্রে জানা গেছে, তারা এই নিষেধাজ্ঞাকে ‘রাজনৈতিক প্রতিশোধ’ বলে বিবেচনা করছে।
এম.কে
১১ মে ২০২৫