7.1 C
London
January 15, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে, সংশ্লিষ্ট পেজগুলো বাতিলের প্রক্রিয়ায়

সরকার আজ একটি নজিরবিহীন সিদ্ধান্তে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। একইসঙ্গে দলটির সাথে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম পেজ ও ডিজিটাল প্ল্যাটফর্মসমূহ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

সরকারি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “জাতীয় নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং দেশের সাংবিধানিক শাসন বজায় রাখার স্বার্থে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত ও ডিজিটাল মাধ্যমের প্রচার-প্রচারণা বন্ধ করা হয়েছে।”

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) যৌথভাবে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম চিহ্নিত করে বাতিল বা ব্লক করার উদ্যোগ নিচ্ছে।

এই সিদ্ধান্তের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। দলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে অনানুষ্ঠানিক সূত্রে জানা গেছে, তারা এই নিষেধাজ্ঞাকে ‘রাজনৈতিক প্রতিশোধ’ বলে বিবেচনা করছে।

এম.কে
১১ মে ২০২৫

আরো পড়ুন

সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের সুপারিশ সংস্কার কমিশনের

দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন, বিচারপতি নজরুলকে চেয়ারম্যান নিয়োগ

গরিবদের কাছ থেকেই বেশি কর আদায় হচ্ছে, এটা বৈষম্যমূলকঃ নতুন এনবিআর চেয়ারম্যান