14.9 C
London
March 26, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

সরকার ব্যর্থ আশ্রয়প্রার্থীদের বিদেশি ‘মাইগ্রান্ট হাবে’ পাঠানোর পরিকল্পনা করছে

যুক্তরাজ্যে সরকার ব্যর্থ আশ্রয়প্রার্থীদের, বিশেষ করে যারা ছোট নৌকায় আসছেন, তাদের বিদেশি ‘মাইগ্রান্ট হাবে’ পাঠানোর পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে। স্কাই নিউজের এক রিপোর্ট এই তথ্য প্রকাশ করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন রাজনৈতিক মুখপাত্র জানিয়েছেন এই ধারণাটি এখনও “প্রাথমিক পর্যায়ে” রয়েছে। তবে যুক্তরাজ্য সরকার ইতালি-আলবেনিয়ার নেওয়া উদ্যোগ সম্পর্কে জানতে আগ্রহী।

ডানপন্থী ইতালীয় সরকার বলকান অঞ্চলে দুটি কেন্দ্র তৈরি করেছে, যেখানে অভিবাসীদের আশ্রয়ের আবেদন প্রক্রিয়াকরণের সময় রাখা হয়।

দ্য টাইমস পত্রিকাকে সরকারি সূত্র জানিয়েছে যুক্তরাজ্যের মন্ত্রীরা পশ্চিম বলকানের দেশগুলোর সঙ্গে আলোচনা করতে চান, যার মধ্যে আলবেনিয়া, সার্বিয়া, বসনিয়া ও উত্তর মেসিডোনিয়া রয়েছে।

এই খবরটি এমন সময় এলো যখন শনিবার বেশ কয়েকজন অভিবাসী ডোভারে ছোট নৌকায় যুক্তরাজ্যে প্রবেশের ছবি প্রকাশিত হয়েছে।

শুক্রবার, ২৪৬ জন ফ্রান্স থেকে পাঁচটি নৌকায় চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেন। যা এ বছরে যুক্তরাজ্যে প্রবেশ্রর মোট সংখ্যা ৫,২৭১ জনে পৌঁছে দিয়েছে।

বৃহস্পতিবার, ছয়টি নৌকায় ৩৪১ জন চ্যানেল অতিক্রম করেছেন।

২০১৮ সালে চ্যানেল পারাপারের তথ্য প্রকাশিত হওয়ার পর এবারই প্রথম এত কম সময়ের মধ্যে ৫,০০০ পারাপারের রেকর্ড তৈরি হয়েছে।

লেবার পার্টির কৌশল পূর্ববর্তী টোরি সরকারের রুয়ান্ডা পরিকল্পনার চেয়ে উল্লেখযোগ্যভাবে আলাদা হবে বলে আশা করা হচ্ছে। রুয়ান্ডা পরিকল্পনার উদ্দেশ্য ছিল— যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশ করা সকল অভিবাসীকে নির্বিশেষে নির্বাসিত করা, তাদের আশ্রয় আবেদন গৃহীত হোক বা না হোক।

২০২৩ সালে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট রুয়ান্ডাকে ‘অনিরাপদ’ দেশ হিসেবে ঘোষণা করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র আমান্ডা আকাসকে বলেছে, “কোন কোন দেশ নিয়ে আলোচনা চলছে, তা এখনই বলা হবে না, কারণ আনুষ্ঠানিক আলোচনা এখনো শুরু হয়নি।”

তবে, সরকার ইতালির মডেল ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে, যেখানে আলবেনিয়ার সঙ্গে চুক্তির আওতায় দুটি আটক কেন্দ্র তৈরি করা হয়েছে এবং সেখানেই অভিবাসীদের আশ্রয় আবেদন প্রক্রিয়াকরণ করা হচ্ছে।

তবে এই চুক্তির বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ রয়েছে, এবং সরকার এর ফলাফল পর্যবেক্ষণ করছে।

এদিকে, ইউরোপীয় ইউনিয়ন গত সপ্তাহে ঘোষণা করেছে যে তারা সদস্য রাষ্ট্রগুলোকে “রিটার্ন হাব” স্থাপনের অনুমতি দেওয়ার প্রস্তাব করছে।

এই পরিকল্পনাটি জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) সমর্থন করেছে, যারা বলেছে যে তারা “ইউরোপীয় ও আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য রেখে কার্যকর প্রত্যাবাসন নীতির নকশা ও বাস্তবায়নে” সহায়তা করতে প্রস্তুত।

যুক্তরাজ্য ও ফ্রান্স এই মাসের শুরুর দিকে একটি “রোডম্যাপ” চুক্তি স্বাক্ষর করেছে, যা চ্যানেল পারাপারকারী মানবপাচার চক্র মোকাবিলায় সহযোগিতা জোরদার করার লক্ষ্যে করা হয়েছে।

সরকারের নতুন সীমান্ত নিরাপত্তা, আশ্রয় ও অভিবাসন বিল বর্তমানে সংসদে আলোচিত হচ্ছে, যার মাধ্যমে নতুন অপরাধমূলক বিধান চালু করা হবে এবং মানবপাচার গ্যাং দমনে পুলিশের জন্য সন্ত্রাসবিরোধী শক্তিশালী ক্ষমতা প্রদান করা হবে।

যুক্তরাজ্যের ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলিপ বলেছেন:
“এটি প্রমাণ করে লেবার দল রুয়ান্ডা পরিকল্পনা বাতিল করে একটি বিপর্যয়কর ভুল করেছে।”

তিনি আরও বলেন, “এটি বাস্তবায়ন করতে সময় লাগবে, এর মধ্যে কয়েক হাজার অবৈধ অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করবে, যা করদাতাদের জন্য বিশাল ব্যয় তৈরি করবে এবং আমাদের সীমান্ত ব্যবস্থাকে দুর্বল করে তুলবে।”

লিবারেল ডেমোক্র্যাট নেতা স্যার এড ডেভি বলেছেন,
“চ্যানেল পেরিয়ে আসা অভিবাসীর সংখ্যা উদ্বেগজনক। আমি খুশি যে সরকার রুয়ান্ডা পরিকল্পনা বাতিল করেছে, কারণ এটি কার্যকর ছিল না এবং বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছিল।”

তিনি আরও যোগ করেন, “যদি সরকারের নতুন কোনো কার্যকর পরিকল্পনা থাকে, তাহলে আমরা তা বিবেচনা করব। তবে সরকারকে আরও কিছু বিষয় ঠিক করতে হবে— দ্রুত আশ্রয় আবেদন প্রক্রিয়াকরণ করতে হবে এবং অভিবাসীদের কাজের অনুমতি দিতে হবে, যাতে তারা অর্থনৈতিকভাবে অবদান রাখতে পারে।”

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে
২৩ মার্চ ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে ফেসবুক পেইড ভেরিফিকেশন চালু

ব্রিটেনে বেনিফিট-ইউনিভার্সাল ক্রেডিট গ্রহণকারীরা তদন্তের সম্মুখীন হবেন

নিউজ ডেস্ক

প্রিন্স হ্যারি’র মার্কিন ভিসা ড্রাগ ব্যবহারের কারণে ‘প্রত্যাহার’ করা হতে পারে