2.9 C
London
January 7, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

সহকর্মীকে চুমু খাওয়ার জেরে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

করোনা নিয়ন্ত্রণে বিধিনিষেধের মধ্যে এক সহকারীকে চুমু খেয়ে বেকায়দায় পড়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। তার ওই ছবি সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর ব্যাপক সমালোচনা চলছে। তাকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়ার দাবিও উঠেছে।

 

শনিবার (২৬ জুন) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, টরি এমপিদের মধ্যে থেকে ডানকান বেকার সর্বপ্রথম প্রকাশ্যে সরকারের কাছে হ্যানককের পদত্যাগ কামনা করেন। অন্যদিকে লেবার পার্টি ও কোভিড বিষয়ক একটি গ্রুপের পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি হ্যানকককে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি জানানো হয়েছে।

 

চাপের মুখে সামাজিক দূরত্বের বিধিনিষেধ ভেঙে সহকারীকে চুমু খাওয়ার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন ম্যাট হ্যানকক।

 

ডাউনিং স্ট্রিট বলছে, প্রধানমন্ত্রী বরিস জনসন হ্যানকককে ক্ষমা করেছেন এবং বিষয়টি এখানেই শেষ ভাবতে বলেছেন।

 

ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেন, দেশটির স্বাস্থ্যমন্ত্রীর ওপর প্রধানমন্ত্রীর পূর্ণ আস্থা রয়েছে।

 

গিনা কোলাডঅ্যাঞ্জেলো নামের ওই সহকারীকে ম্যাট হ্যানকক নিজেই নিয়োগ দিয়েছিলেন।

 

দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়, হ্যানকক ও কোলাডঅ্যাঞ্জেলো দুজনই বিবাহিত। তাঁদের তিনটি করে সন্তানও রয়েছে। তাদের অন্তরঙ্গ ছবি গত ৬ মে স্বাস্থ্য বিভাগের ভেতরেই তোলা হয়।

 

২৬ জুন ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

মানবপাচার ঠেকাতে তিউনিসিয়া ও আলজেরিয়ার সাথে কাজ করবে ব্রিটেন

Law with N. Rahman 🕦 18 April

মাদকের সঙ্গে জড়িতদের পাসপোর্ট ও ড্রাইভিংলাইসেন্স বাতিল করবে যুক্তরাজ্য