4 C
London
January 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

সাঁতার কেটে গর্ভবতী আফ্রিকান মায়ের স্প্যানিশ ছিটমহলে প্রবেশ

সন্তানের জন্ম যাতে ইউরোপে হয়, সেজন্য দুই ঘণ্টা সাঁতার কেটে মরোক্কোতে স্প্যানিশ ছিটমহল সিউটাতে গেছেন আট মাসের গর্ভবতী এক নারী৷ আলজেরিয়ান বংশোদ্ভূত তরুণী ফাতিমার মতো আরও অনেক অভিবাসী কুয়াশার সুযোগ নিয়ে সাগরে সাঁতরে স্প্যানিশ এই ছিটমহলে পৌঁছেছেন৷

রাতে কুয়াশার সুযোগ নিয়ে স্পেনের গার্দিয়া সিভিল সদস্যদের চোখ ফাঁকি দিয়ে সাগর পাড়ি দিয়ে মরক্কো থেকে স্পেনের ছিটমহল সিউটায় পৌঁছাতে সক্ষম হন ফাতিমা৷ এই চেষ্টা করতে গিয়ে প্রায়ই অনেকে ডুবে মারা যান, অনেককে গার্দিয়া সিভিলের সদস্যরা সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করে।

৩২ বছর বয়সি ফাতিমা আগস্টের শুরুতে দুঃসাহসী এই কাজ করে সফল হন৷ পরে স্প্যানিশ ভূখণ্ডেই তার সন্তান জন্ম নেয়৷ এখন ফাতিমা ও তার শিশু সন্তান স্বায়ত্তশাসিত এই শহরটিতে অভিবাসীদের জন্য একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন৷

স্পেনের টিভিই চ্যানেলকে তিনি বলেন, ‘‘আমি চেয়েছিলাম আমার ছেলে ইউরোপে জন্মগ্রহণ করুক৷’’ তখন তার কোলে ছিল তার ১৫ দিন বয়সি সন্তান৷

ফাতিমা বলেন, ‘‘আমি মৃত্যুর ভয় পাইনি, আমি জানতাম যে আমরা সফল হবো৷ আমি এখন আমার পরিবারের সদস্যদের আমার সাথে যোগ দেয়ার আবেদন করবো৷’’

শিশুটির বাবা মরোক্কান বংশোদ্ভূত হিচাম তার সঙ্গেই আছেন৷ ২৫ আগস্ট তিনিও তার স্ত্রীর মতোই আরো প্রায় দেড় হাজার অভিবাসীর সঙ্গে সাঁতরে সেউটার তারায়াল সমুদ্র সৈকতে পৌঁছাতে সক্ষম হন৷ কুয়াশা এবং সাগরে ঢেউয়ের অনুকূল পরিস্থিতির সুযোগ নিয়ে একদিনে বিপুল সংখ্যক মানুষ মরক্কো থেকে স্পেনের ছিটমহলটিতে পৌঁছান৷

হিচাম সিউটায় পৌঁছানোর দুই দিন আগে তার ছেলের জন্ম হয়েছিল৷ এর আগে আরো চারবার চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছিলেন৷ প্রতিবারই তাকে মরক্কোতে ফেরত পাঠানো হয়েছিল৷ এবার তাই সমুদ্র সৈকতে পৌঁছে দ্রুতই স্থানীয় পুলিশ স্টেশনে যান তিনি৷ সেখানে পৌঁছেই নিজের নাম নিবন্ধন করিয়ে নেন হিচাম৷

‘আমরা চেয়েছিলাম আমাদের ছেলে ইউরোপে জন্মগ্রহণ করুক’

ফাতিমা এবং হিচামের পরিচয় হয় ফেসবুকে৷ কাউকে না জানিয়েই তারা বিয়ে করেন এবং দুই বছর আগে মরক্কো সীমান্তে কাস্তিলেয়োতে চলে যান৷ তখন থেকেই সীমান্ত পাড়ি দিয়ে সীমান্তে যাওয়ার সঠিক সময়ের পরিকল্পনা করছিলেন তারা৷

ফাতিমা বলেন, ‘‘আমি চেয়েছিলাম আমার ছেলে এখানে জন্মগ্রহণ করুক, কারণ তার অধিকার এবং ভাল ভবিষ্যত রয়েছে৷’’

আশ্রয়কেন্দ্রে জায়গা না থাকায় হিচামকে অবশ্য আপাতত রাস্তাতেই ঘুমাতে হচ্ছে৷ উত্তর আফ্রিকা থেকে আসতে থাকা অভিবাসীর সংখ্যা বাড়তে থাকায় তারায়াল শিল্প এলাকার একটি গুদামে স্থানীয় কর্তৃপক্ষ একটি অস্থায়ী আবাসস্থল চালু করেছে৷ সেটিতেও এখন তিল ধারণের জায়গা নেই৷

শুধু মরোক্কান এবং আলজেরিয়ান বংশোদ্ভূত অভিবাসীদের জন্যই নয়, সাব-সাহারান আফ্রিকার হাজার হাজার অভিবাসীদের জন্যও ইউরোপে যাওয়ার প্রবেশদ্বারে পরিণত হয়েছে স্পেনের এই ছিটমহল৷ আফ্রিকা মহাদেশের মালি এবং অন্যান্য সংঘাতপূর্ণ এলাকা থেকে পালিয়ে আসছেন এই অভিবাসীরা।

স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে রাখা অভিবাসী শিশু এবং কিশোর-কিশোরীদের নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ বছরের শুরু থেকে ৫২০ জনেরও বেশি অভিবাসী ছিটমহলে পৌঁছেছেন৷ কেবল আগস্ট মাসেই এসেছেন তিন শতাধিক ব্যক্তি। এদের বেশিরভাগই উপকূলে সাঁতার কেটে এসেছেন৷ ২০২৩ সালের একই সময়ের তুলনায় এ সংখ্যা প্রায় ছয় গুণ৷

প্রেসিডেন্ট হুয়ান ভিভা জাতীয় সরকার এবং ইইউর কাছে আবেদন জানিয়েছেন, তীব্র হয়ে ওঠা এই জরুরি মানবিক পরিস্থিতি দেশটির পক্ষে একা পরিচালনা করা অসম্ভব৷

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গত সপ্তাহে অভিবাসীদের মূল তিন উৎস- মৌরিতানিয়া, গাম্বিয়া এবং সেনেগাল সফর করেছেন৷ নিরাপত্তা, সীমান্ত নিয়ন্ত্রণ এবং মানব পাচারকারী অপরাধী চক্রের বিরুদ্ধে সমন্বিত লড়াইয়ের জন্য সহযোগিতা চুক্তি তৈরি করা ছিল সফরের উদ্দেশ্য৷ নিয়ন্ত্রিত উপায়ে সাময়িক কাজের চুক্তিতে স্পেনে আসা এবং কাজ শেষে অভিবাসীদের নিজ দেশে ফিরে যাওয়া নিয়েও আলোচনা হয়েছে এই সফরে৷

তবে অপ্রাপ্তবয়স্ক অভিবাসীদের সেউটা থেকে অন্যান্য স্প্যানিশ অঞ্চলে স্থানান্তর করা সম্ভব নয়৷ ফলে তাদের দেখভালের জন্য স্থানীয় সরকার আরও তহবিলের আহ্বান জানিয়েছে৷ অপ্রাপ্তবয়স্কদের তাদের আইনি সুরক্ষা বজায় রেখে কিভাবে স্থানান্তর করা যায়, এ নিয়ে আন্দালুসিয়া এবং এস্ত্রেমাদুরা সহ স্পেনের বিভিন্ন আঞ্চলিক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে সিউটা কর্তৃপক্ষ৷

সূত্রঃ রয়টার্স

এম.কে
১০ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

মার্কিন পররাষ্ট্র দপ্তরে ‘১৭ বিলিয়ন ডলার পাচার’সহ বহু প্রসঙ্গ, ‘শেষ ব্রিফিংয়ে’ মুশফিককে ‘অভিনন্দন’

নিউইয়র্কে প্রকাশ্যে আযানের অনুমতি

ইসলামবিরোধী দলের জয়, জোট গড়তে নারাজ ৩ দল